বাংলা

তিব্বতি ছুরি

CMG2023-06-06 15:51:06

জুন ৬: তাশি জিছাই স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের কারখানা তিব্বতের শিগাতসে শহরের সাংঝুজি জেলায় অবস্থিত। ২০১১ সালে এই কারখানার শিল্প-দক্ষতা চীনের জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যতালিকার তৃতীয় ব্যাচে অন্তর্ভুক্ত হয়। কারখানার পরিচালক রাবা জোন্ডা তাঁর প্রতিষ্ঠান আরও বড় করতে চান, আরও কর্মী নিয়োগ দিতে চান।

লাজি জেলায় তিব্বতি ছুরি তৈরির দীর্ঘ ইতিহাস রয়েছে। তিব্বতি ছুরি এর তীক্ষ্ণতার জন্য সুপরিচিত। স্থানীয় কৃষক ও পশুপালকরা দৈনন্দিন জীবনের অনেক কাজে এটি ব্যবহার করে থাকে।

তিব্বতি ছুরি তৈরিতে দক্ষ সেদান ওয়াংগা। তার দুই ছেলে নিমা ওয়াংলা ও সেদান তাশি তাঁর কাজে সাহায্য করে। সোলাংজুলা হচ্ছে সেদান ওয়াংগার নাতি। তাঁর জন্ম ১৯৯৯ সালে। তিনিও তিব্বতি ছুরি তৈরি করতে শিখেছেন। তিনি হলেন তাঁর বংশের অষ্টম প্রজন্মের কারিগর।

Close
Messenger Pinterest LinkedIn