বাংলা

গুর্গ রাজ্যের ধ্বংসাবশেষ

CMG2023-06-05 15:46:22

জুন ৫: গুর্গ রাজ্যের ধ্বংসাবশেষ রহস্যময়। এনগারি অঞ্চলের জান্দা জেলায় এ অবস্থান। এটি একটি জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সুরক্ষিত এলাকা। এলাকাটি একসময় গুর্গ রাজবংশের কেন্দ্র ছিল। এখনও এখানে টিকে আছে ৪৪০টিরও বেশি বাড়িঘর, ৮৭০টিরও বেশি গুহা, ৫৮টি ব্লকহাউস, ২৮টি প্যাগোডা এবং ২টি ভূগর্ভস্থ টানেল। মোট এলাকা ১.৮ লাখ বর্গমিটার। সবচেয়ে নিচু ও সবচেয়ে উঁচু জায়গার মধ্যে পার্থক্য ১৭৫ মিটার। গুর্গ রাজ্যের ধ্বংসাবশেষ তিব্বতের ইতিহাস, বিশেষ করে, প্রাচীন তিব্বতি স্থাপত্যের ইতিহাস অধ্যয়নকারীদের জন্য গুরুত্বপূর্ণ।

Close
Messenger Pinterest LinkedIn