কমলার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি
CMG2023-04-23 17:30:32
            


এপ্রিল ২৩: চলতি মাসে দেরিতে পাকা কমলার ভালো ফলন হয়েছে। একটির পর একটি কমলা লন্ঠনের মতো গাছের শাখায় ঝুলে রয়েছে, যা দেখত অসাধারণ লাগছে।


কমলা তুলতে কৃষকরা কৃষিক্ষেতে ও গ্রামীণ পথে ব্যস্ত রয়েছেন। কমলার বাম্পার ফলনে প্রত্যেকের মুখ হাসি এনে দিয়েছে।