বাংলা

v

CMG2023-04-12 21:34:36

চীনের তৃতীয় আন্তর্জাতিক ভোক্তা পণ‍্যমেলা তথা হাইনান মেলায়, ‘সবুজ ও নিম্ন-কার্বন’ চেতনা বাস্তবায়নে, একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় অংশগ্রহণ, মেলাসংশ্লিষ্ট পরিবহন, ও উপাত্ত-ব্যবস্থাপনার ক্ষেত্রে গৃহীত ব্যবস্থাদি এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্যণীয়। মেলায় ব্যবহৃত হচ্ছে দূষণমুক্ত খাবারের বাক্স, দূষণমুক্ত কাঁচামাল, ইত‍্যাদি। মেলার বিভিন্ন প্যাভিলিয়নে ‘কার্বন ফুটপ্রিন্ট’ কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। সব মিলিয়ে হাইনান মেলাকে বলা যেতে পারে ‘সবুজ মেলা’।

Close
Messenger Pinterest LinkedIn