বাংলা

সানতুং প্রদেশে চলছে সেলারি সংগ্রহ

CMG2022-11-01 11:52:51

নভেম্বর ১: গতকাল (সোমবার) চীনের সানতুং প্রদেশের বিন চৌ শহরে স্থানীয় কৃষকরা সেলারি তুলছেন। সেখানে চলছে সেলারি সংগ্রহের মৌসুম। সবাই এখন উপভোগ করছেন ফসলের আনন্দ।

সাম্প্রতিক বছরগুলোতে বিন চৌ শহর তার সমৃদ্ধ কৃষি সম্পদকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে প্রাকৃতিক আধুনিক কৃষি উন্নয়ন করছে। এভাবে কৃষকের আয় অনেক বেড়েছে, এবং গ্রামের অবস্থাও অনেক উন্নত হয়েছে।

Close
Messenger Pinterest LinkedIn