বাংলা

মহাকাশে সাইকেল চালান চীনা নভোচারীরা

CMG2022-08-23 16:55:34

আগস্ট ২৩: চীনের ‘শেনচৌ-১৪’ মহাকাশযানের নভোচারীরা ৭০ দিনেরও বেশি সময় ধরে কক্ষপথে রয়েছেন। এসময় কাজে ব্যস্ত থাকার পাশাপাশি তারা অনুশীলনও করেছেন।

সময় পেলেই তারা একটি স্পেস সাইকেল দিয়ে শরীরচর্চা করে থাকেন। মহাকাশের ওজনহীন পরিবেশে তারা পায়ে বা হাতে এই সাইকেল চালাতে পারেন।

লিলি/এনাম/শুয়ে

Close
Messenger Pinterest LinkedIn