বাংলা

চীনের দ্বিতীয় আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলার সেমিনারে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

CMG2024-11-26 10:55:37

নভেম্বর ২৬: গতকাল (সোমবার) বেইজিংয়ে চীনের দ্বিতীয় আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলায় অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সেমিনারে অংশগ্রহণ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। সুমিতোমো ইলেকট্রিক, আপেল ইনক, সিপি গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।

তাঁরা মনে করেন, চীনের বাজার বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ অংশ, যা বৈশ্বিক যোগাযোগ ও পরিবহন এবং উদ্ভাবনী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীনে নতুন মানের উত্পাদন শক্তির উন্নয়নে চেষ্টা করা হয়, ধারাবাহিক কার্যকর অর্থনীতি চালু করা হয়, অর্থনীতির স্থিতিশীল প্রবণতা দিন দিন বৃদ্ধি পায়, উদ্ভাবনী প্রাণশক্তি দ্রুত উন্নত হয়, ব্যবসার পরিবেশও সুষ্ঠু হয়ে উঠে। চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের অর্জিত সাফল্যের সাক্ষী হয় এবং চীনা অর্থনীতির ভবিষ্যত আশাবাদী। এ সুপ্তশক্তির চীনা বাজারে পুঁজি বিনিয়োগ সম্প্রসারণ করবে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের সহযোগিতা জোরদার করবে, যাতে উন্মুক্ত ও অভিন্ন স্বার্থ অর্জন করা যায়।

চীনা প্রধানমন্ত্রী লি বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি দুর্বল, কিছু সংরক্ষণবাদ বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের খরচ বাড়িয়েছে, অর্থনীতির কার্যকরিতা কমিয়ে দিয়েছে, যা অভিন্ন উন্নয়নের বাধা সৃষ্টি করে। এ পরিস্থিতিতে বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ তাত্পর্যের প্রতি সঠিক চেতনা পোষণ করতে হবে, যৌথভাবে শিল্প ও সরবরাহ চেইনের সহযোগিতা জোরদার করতে হবে এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক সংরক্ষণবাদ ও বিচ্ছিন্নতার বিরোধিতা করতে হবে, যাতে বিভিন্ন পক্ষের যৌথ স্বার্থ রক্ষা করা যায়।

লি আরো বলেন, চীন বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ অংশ, তাই বাস্তব কার্যক্রমের মাধ্যমে তার স্থিতিশীলতা রক্ষা করা হবে। চলতি বছর চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে চলছে এবং সুষ্ঠু উন্নয়নের প্রবণতা দেখা যাচ্ছে। ভবিষ্যতে নতুন ধারণের শক্তিতে গুণগতমান উন্নয়ন বাস্তবায়নে চেষ্টা করা হবে এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে নিজের অবদান রাখবে। বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবন ও শিল্পের উদ্ভাবনের গভীর সংমিশ্রণে বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের রূপান্তর আরো প্রাণশক্তি যোগাবে। উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ ও বাজার অনুমোদন সম্প্রসারণ করা হবে, যাতে আরো বেশি বিদেশি শিল্পপ্রতিষ্ঠানকে চীনে পুঁজি বিনিয়োগ ও সংশ্লিষ্ট সহযোগিতায় স্বাগত জানানো যায়।

Close
Messenger Pinterest LinkedIn