দারফুরে দুটি হামলায় ২২জন নিহত
CMG2024-11-25 11:20:23
নভেম্বর ২৫: সুদানের পশ্চিমাঞ্চলীয় উত্তর দারফুর প্রদেশের আল-ফাশির শহরে গত শনিবার দুটি পৃথক ঘটনায় সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সের গোলাবর্ষণে কমপক্ষে ২২জন নিহত হয়েছে।
সুদান সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানায়, শনিবার সন্ধ্যায় র্যাপিড সাপোর্ট ফোর্স আল-ফাশিরের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি গোলাবর্ষণ করে। এর মধ্যে তিনটি একটি বাজারে পড়ে। এতে ১৫জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০জন আহত হয়েছেন। সশস্ত্র বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের এ ধরনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালানোর বিষয়ে তীব্র নিন্দা করেছে।
অন্যদিকে, আল-ফাশিরের একটি শরণার্থী শিবিরের শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতি অনুসারে, এদিন র্যাপিড সাপোর্ট ফোর্স উত্তর আল-ফাশিরের একটি শরণার্থী শিবিরে হামলা চালালে ৭জন নিহত হয়।