বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪
CMG2024-11-23 18:41:07
নভেম্বর ২৩: আজ (শনিবার) ভোরে, বৈরুতের কেন্দ্রস্থলে অবস্থিত বাস্তা পাড়ায়, ইসরায়েলি বিমান-হামলায় কমপক্ষে চার ব্যক্তি নিহত ও ২৩ জন আহত হন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, হামলায় ইসরায়েলি বাহিনী বাংকারবিধ্বংসী বোমা ব্যবহার করে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়।