বাংলা

বিশ্ব ইন্টারনেট সম্মেলনের উচেন সামিট ২০২৪ সুষ্ঠুভাবে শেষ হয়েছে

CMG2024-11-22 18:16:46

নভেম্বর ২২: আজ (শুক্রবার) সকালে বিশ্ব ইন্টারনেট সম্মেলনের উচেন সামিট ২০২৪ সব কার্যক্রম শেষ করে সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এই সম্মেলনে ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের অতিথি অনলাইন ও অফলাইন পদ্ধতিতে অংশগ্রহণ করে ডিজিটাল ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন। প্রায় ১৮০০ জন অতিথি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, এই সম্মেলনে 'চীনের ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন ২০২৪' এবং 'বিশ্ব ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন ২০২৪' প্রকাশিত হয়েছে, যা ইন্টারনেটের উন্নয়নে চীন এবং বিশ্বের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেছে।

Close
Messenger Pinterest LinkedIn