বাংলা

জি-২০ শীর্ষ সম্মেলন এবং ব্রাজিলে রাষ্ট্রীয় সফর শেষে বিশেষ বিমানে ব্রাসিলিয়া ত্যাগ সি চিন পিংয়ের

CMG2024-11-22 11:04:40

নভেম্বর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জি-২০ নেতাদের ১৯তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং ব্রাজিলে রাষ্ট্রীয় সফর শেষ করে গতকাল (বৃহস্পতিবার) সকালে বিশেষ বিমানে ব্রাসিলিয়া ত্যাগ করেছেন।

এ সময়, ব্রাজিলের কৃষিমন্ত্রী, খনিজ ও জ্বালানি মন্ত্রী, বন্দর ও বিমানবন্দর মন্ত্রী এবং ব্রাসিলিয়া বিমান বাহিনী ঘাঁটির কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

সি চিন পিং বিমানবন্দরে যাওয়ার পথে, প্রবাসী চীনা, চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিদেশে অধ্যয়নরত চীনা ছাত্ররা চীন ও ব্রাজিলের জাতীয় পতাকা নেড়ে তাঁর সফল সফরের জন্য অভিনন্দন জানান এবং উচ্চস্বরে দু’দেশের ‘দীর্ঘস্থায়ী বন্ধুত্ব’ কামনা করেন।

Close
Messenger Pinterest LinkedIn