বাংলা

পাকিস্তানে বাসে হামলায় ৩৮ জন নিহত

CMG2024-11-22 11:07:46

নভেম্বর ২২: পাকিস্তানের সরকারি কর্মকর্তারা গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছেন যে, সেদিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বাসে হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি একই দিন স্থানীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হতাহতের পরিসংখ্যান জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গুররাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী ও শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত করছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

Close
Messenger Pinterest LinkedIn