বাংলা

চীন-ব্রাজিল কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে ব্রাসিলিয়ায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত

CMG2024-11-21 11:27:03

নভেম্বর ২১: চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং ব্রাজিলের জাতীয় মিডিয়া সংস্থার যৌথ উদ্যোগে চীন ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান গতকাল (বুধবার) ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অনুষ্ঠানে অভিনন্দন বার্তা পাঠান।

বার্তায় লুলা বলেন, সিএমজি ও ব্রাজিলের জাতীয় মিডিয়া সংস্থার আয়োজনে এবারের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে, এটি অধিকতরভাবে দু’দেশের মধ্যে সময়-সম্মানিত সাংস্কৃতিক সেতু সুসংহত করবে। চীন, ব্রাজিলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। আমরা অধিকতরভাবে দু’দেশের সার্বিক কৌলশগত অংশীদারি সম্পর্ক গভীরতর করে, দু’দেশের রঙিন ঐতিহ্য ও সংস্কৃতি আরো ব্যাপকভাবে বিনিময় করতে, দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়াতে চাই।

সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং তাঁর ভাষণে বলেন, চীন ও ব্রাজিল “সমমনা ভালো বন্ধু, হাতে হাত রেখে এগিয়ে যাবার ভালো অংশীদার।”

ঠিক প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কথার মতো, ৫০ বছর ধরে, দু’পক্ষ সবসময় পারস্পরিক সম্মান, একে অপরকে সমর্থন দেয় এবং উন্নয়নশীল দেশের সহযোগিতা ও জয়-জয়, অভিন্ন কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক প্রথম শ্রেণির নতুন প্রধান তথ্যমাধ্যম হিসেবে সিএমজি চীন-ব্রাজিল সাংস্কৃতিক বিনিময় ও মানুষে-মানুষে বন্ধুত্ব বেগবান করার চেষ্টা চালাচ্ছে। সিএমজি ব্রাজিলের বিভিন্ন মহলের বন্ধুদের সাথে, ধারাবাহিকভাবে চীন-ব্রাজিল সাংস্কৃতিক বিনিময় গভীরতর করতে, হাতে হাত রেখে চীন-ব্রাজিল সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে শক্তিশালী করতে এবং চীন-ব্রাজিল সম্পর্ক আগামী “স্বর্ণ ৫০ বছর”-এ যাওয়ায় সহায়তা দিতে চায়।

চীনের প্রেসিডেন্ট সি’র ব্রাজিলে রাষ্ট্রীয় সফর চলাকালে, সিএমজি ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রণালয়, প্রেসিডেন্ট ভবনের তথ্য কার্যালয়, জাতীয় মিডিয়া সংস্থা, কৃষি ও পশুপালন শিল্প ফেডারেশনের সাথে যথাক্রমে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। চারটি সহযোগিতামূলক দলিল প্রেসিডেন্ট সি’র ব্রাজিল সফরের ফলপ্রসূ দলিল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া অধিকতরভাবে চীন-ব্রাজিল চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় গভীরতর করার জন্য সিএমজি রিও আন্তর্জাতিক চলচ্চিত্র দিবসের সাথে সহযোগিতামূলক দলিল বিনিময় করেছে।

Close
Messenger Pinterest LinkedIn