বাংলা

ইসরায়েলি হামলায় সিরিয়ার পালমাইরায় ৩৬ জন নিহত

CMG2024-11-21 11:24:54

নভেম্বর ২১: সিরিয়ার সামরিক পক্ষ গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে বলছে, এদিন ইসরায়েল দেশটির মধ্যাঞ্চলীয় হিমস প্রদেশের পালমাইরা শহরের বেশ কয়েকটি স্থাপনার উপর হামলা চালিয়েছে। এতে ৩৬ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সিরিয়ার আল-তানফ দিক থেকে বিমান হামলা চালায়। শহরবাসীদের দেওয়া ছবিতে দেখা যায়, বেশ কয়েকটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছিল। ঘটনাস্থল পালমাইরা প্রাচীন নগরের অদূরে অবস্থিত।

Close
Messenger Pinterest LinkedIn