বাংলা

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবার নাকচ করেছে যুক্তরাষ্ট্র

CMG2024-11-21 11:08:00

নভেম্বর ২১: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সংশ্লিষ্ট প্রস্তাব গতকাল (বুধবার) আবারও নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিন জাতিসংঘের ১০টি সদস্যদেশের উত্থাপিত গাজার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে ভোট হয় নিরাপত্তা পরিষদে। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে বিনাশর্তে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং আটককৃত বন্দিদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশের মধ্যে ১৪টি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র স্থায়ী প্রতিনিধি দেশ হিসেবে বিপক্ষ ভোট দেওয়ার কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি।

Close
Messenger Pinterest LinkedIn