বাংলা

চিয়াং মেনে নিউট্রিনো কণার পরীক্ষামূলক সনাক্তকরণ যন্ত্রের নির্মাণকাজ শেষ

CMG2024-11-20 20:26:10

নভেম্বর ২০: আজ (বুধবার) চীনের কুয়াংতুং প্রদেশের চিয়াং মেনে অবস্থিত একটি নিউট্রিনো কণার পরীক্ষামূলক সনাক্তকরণ যন্ত্রের নির্মাণকাজ শেষ হয়েছে।

সুদীর্ঘ কয়েক বছরের গবেষণা ও প্রচেষ্টার ফলে এই যন্ত্রটি নির্মাণ সম্পন্ন হয়েছে। চিয়াং মেনের ৭০০ মিটার গভীরে অবস্থিত একটি বড় আকারের গবেষণাগারে এই সরঞ্জামটি স্থাপন করা হয়েছে। এই গভীর ও বিশাল আকারের ভূগর্ভস্থ সরঞ্জামের সাহায্যে বিজ্ঞানীরা নিউট্রিনো কণা সনাক্ত ও গবেষণা করতে পারবেন। এটি মহাবিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

উল্লেখ্য, নিউট্রিনো হল মহাবিশ্বের মৌলিক কণিকাগুলির একটি। একে ‘ভৌতিক কণিকাও’ বলা হয়। কারণ এটি খুবই ক্ষুদ্র এবং সনাক্ত করা খুবই কঠিন। আজ পর্যন্ত নিউট্রিনো সম্পর্কে অনেক অজানা রহস্য আছে।

Close
Messenger Pinterest LinkedIn