বাংলা

রিও ডি জেনিরোতে চীন ও মেক্সিকোর প্রেসিডেন্টদের সাক্ষাৎ

CMG2024-11-19 11:06:55

নভেম্বর ১৯: ব্রাজিলের রিও ডি জেনিরোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। গতকাল (সোমবার) জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় সি চিন পিং মেক্সিকোর ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার জন্য আবারও শেনবাউমকে অভিনন্দন জানান। সি চিন পিং বলেন, তিনি ২০১৩ সালে মেক্সিকো সফর করেছেন। এ দেশ তাঁর ওপর গভীর এবং অবিস্মরণীয় ছাপ ফেলেছে। চীন ও মেক্সিকোর বন্ধুত্বের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে সি বলেন, উভয়পক্ষের উচিত বিনিময় বৃদ্ধি করা, বন্ধুত্ব বজায় রাখা, দুই অর্থনীতির উচ্চ পরিপূরকতার পূর্ণ ব্যবহার করা, বাস্তব সহযোগিতা অব্যাহত রাখা এবং নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বাত্মক উন্নয়নকে এগিয়ে নেওয়া। চীন বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় মেক্সিকোর সাথে কাজ করতে এবং বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক শক্তি যোগাতে ইচ্ছুক।

শেনবাউম বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করতে পেরে তিনি আনন্দিত হয়েছেন। দুই দেশের সম্পর্কের বিষয়ে চীনা প্রেসিডেন্টের মূল্যায়নের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। মেক্সিকো এবং চীন দূরবর্তী দেশ হলেও দু’দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। মেক্সিকো সিটিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নির্মাণসহ অনেক চীনা কোম্পানি মেক্সিকোতে ব্যবসা করে। হারিকেনের ক্ষতি কাটিয়ে উঠতে মেক্সিকোকে সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদ জানায় দেশটি। এটি দুই জনগণের মধ্যে বন্ধুত্বের একটি শক্তিশালী প্রমাণ। মেক্সিকো এবং চীন উভয়ই বহুপাক্ষিকতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মেক্সিকো সম্ভাবনাকে কাজে লাগাতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে চীনের সাথে কাজ করতে ইচ্ছুক।

Close
Messenger Pinterest LinkedIn