বাংলা

চীন-রাশিয়ার পূর্ব-রুট প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন

CMG2024-11-18 18:27:05

নভেম্বর ১৮: চীনের ন্যাশনাল পাইপলাইন নেটওয়ার্ক গ্রুপ আজ (সোমবার) ঘোষণা করেছে যে, চীন-রাশিয়া পূর্ব-রুট প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন হয়েছে এবং কাজ শুরু করার চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে প্রবেশ করেছে। এটি চীনের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চ্যানেল। চীন-রাশিয়া পূর্ব-রুটের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মোট দৈর্ঘ্য ৫১১১ কিলোমিটার। এটি উত্তরে হেইলংচিয়াং প্রদেশের হেইহ্য শহর থেকে শুরু হয়ে দক্ষিণে শাংহাইয়ে শেষ হয়েছে। সম্পূর্ণ লাইনটি সম্পূর্ণ হওয়ার পরে, এটি প্রতি বছর তিনটি উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ, বেইজিং-থিয়ানচিন-হ্যপেই, ইয়াংজি নদীর ডেল্টা এবং অন্যান্য অঞ্চলে ৩৮ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পারবে। যা ১ কোটি ৩০ লাখ শহুরে পরিবারে গ্যাসের বার্ষিক চাহিদা মেটাতে পারবে।

Close
Messenger Pinterest LinkedIn