বাংলা

যুক্তরাষ্ট্রের আচরণ ইউক্রেন সমস্যা সমাধানের সঠিক উপায় নয়: চীনা মুখপাত্র

CMG2024-04-23 20:34:20

এপ্রিল ২৩: ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগুনে তেল নিক্ষেপ করার মতো, যা সমস্যা সমাধানের সঠিক পদ্ধতি নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে বড় আকারে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিল পাস করছে, অন্যদিকে চীন-রুশ স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক লেনদেন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। এহেন আচরণ স্রেফ ভণ্ডামি ও দায়িত্বজ্ঞানহীন। চীন এর তীব্র বিরোধিতা করে।

মুখপাত্র বলেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান বরাবরই ন্যায্য ও নিরপেক্ষ। চীন আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে এবং এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখারও চেষ্টা করে যাচ্ছে।

মুখপাত্র আরও বলেন, সমান ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, রাশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক লেনদেনের অধিকার চীনের আছে। এ অধিকার হরণের চেষ্টা অগ্রহণযোগ্য। চীনের বৈধ ও যথাযথ অধিকার বা স্বার্থ লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

Close
Messenger Pinterest LinkedIn