বাংলা

খোঁজা

CMG2024-11-28 10:00:42

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ছেন ছু শেং। তিনি ২০০৭ সালে জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘সুপার বয়েজে’ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিচিত। তার কণ্ঠ আবেগপূর্ণ এবং গান রচনার দক্ষতা ব্যাপক প্রশংসিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লিন ইয়ো চিয়ার একটি সুন্দর গান ‘মেয়ে’।

ছেন ছু শেং ১৯৮১ সালে চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সের সময়ে তিনি গিটার পছন্দ করেছেন এবং নিজে গিটার বাজাতে শিখেছেন। ২০০০ সালে সংগীত স্বপ্ন অনুসরণ করার জন্য ছেন ছু শেং জন্মস্থান থেকে ছেড়ে যান এবং শেনচেনে চলে যান। শুরুতে তিনি শুধু গিটার বাজাতে চান। ফোক গিটার ও ইলেকট্রনিক গিটার শেখার পর তিনি আবিষ্কার করেন বিভিন্ন ধরনের গিটার বাজানোর সময় গান গাইতে হয়। তাই তিনি গান গাওয়া এবং নিজে গান রচনা করতে শুরু করেন। বারে গান গাইতে গাইতে ৬ বছর পার হয়েছে। বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেংয়ের একটি সুন্দর গান ‘আমি জানি তুমি আমার থেকে দূরে নও’।

২০০৬ সালে ছেন ছু শেং কিছু বন্ধুর সঙ্গে শেনচেনে ব্যান্ড ‘বিগ বয়’ প্রতিষ্ঠা করেন, তিনি এতে প্রধান গায়কের ভূমিকা পালন করেন। ২০০৭ সালে ছেন ছু শেং জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘সুপার বয়েজে’ অংশগ্রহণ করেন এবং অবশেষে চ্যাম্পিয়ন হয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে সবার কাছে পরিচিত হয়েছেন। অনুষ্ঠানে তার গাওয়া গান ‘কেউ কি তোমাকে জানিয়েছে’ অত্যন্ত জনপ্রিয় হয়েছে। গানটি তার জীবনের নিম্ন সময়কালে রচিত হয়। তিনি সংগীতের মাধ্যমে মনের আত্মসন্দেহ ও নিরাপত্তাহীনতা দূর করার চেষ্টা করেছেন, এবং আশা করেন গানটি যারা নিম্ন সময়কালে রয়েছে, তাদের জন্য শক্তি ও সান্ত্বনা দেবে। গানটি পরে তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়েছে এবং এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে ছেন ছু শেংয়ের এই জনপ্রিয় গান ‘কেউ কি তোমাকে জানিয়েছে’ শুনবো।

২০০৭ সালের শেষে ছেন ছু শেং তার প্রথম অ্যালবাম ‘আসলে আমি কখনই একা নই’ প্রকাশ করেন। অ্যালবামটির জন্য তিনি বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গায়কসহ অনেক পুরস্কার অর্জন করেছেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো এই অ্যালবামে ছেন ছু শেংয়ের একটি সুন্দর গান ‘খোঁজা’। গানের অনুপ্রেরণা আধুনিক জীবন থেকে এসেছে। বর্তমান আমাদের শহর বেশ সমৃদ্ধ ও ব্যস্ত, মানুষ সহজেই এতে নিজেকে হারায়। গানে তিনি আধুনিক শহরে মানুষের একাকীত্ব ও সুখের সাধনা লিখেছেন। গানটি ব্যালাড ও পপ সংগীত উপাদান একত্রিত করা হয়, সুন্দর সুর ও ছেন ছু শেংয়ের গভীর কণ্ঠ মিলিয়ে গানটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন ছেন ছু শেংয়ের গান ‘খোঁজা’ শুনুন।

২০০৯ সালে চুক্তির সমস্যার কারণে ছেন ছু শেং তার সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এটা তার সংগীত কর্মজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, তবে তাকে ভালো গান প্রকাশ করতে বাধা দেয়নি। বন্ধুরা, এখন আমরা শুনবো ২০০৯ সালে তিনি জনপ্রিয় চলচ্চিত্র ‘বাতাসের শব্দের’ জন্য গাওয়া থিম সোং ‘বাতাসের শব্দ শুনুন’। গানে বাতাস, মেঘ, নদী ইত্যাদি প্রাকৃতিক চিত্রের মাধ্যমে একটি সুন্দর ছবি গড়ে তুলে এবং ‘পরিবেশ যেভাবে পরিবর্তন হোক না কেন নিজের মন পরিবর্তন করবে না’-এমন গভীর আবেগ প্রকাশ করা হয়। বন্ধুরা, এখন শুনুন এই সুন্দর গান ‘বাতাসের শব্দ শুনুন’।

২০১৪ সালে ছেন ছু শেং নিজের স্টুডিও প্রতিষ্ঠা করেন, পরের বছর ব্যান্ড ‘SPY.C’ গঠন করেন এবং তিনি প্রধান গায়ক। এরপর তার তিনি এই ব্যান্ডে বেশিরভাগ মনোযোগ দেন। ২০১৯ সালে পর্যন্ত ছেন ছু শেং জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘গায়কে’ অংশগ্রহণ করেন, আবার একক গায়ক হিসেবে সবার সামনে হাজির হয়েছেন। বন্ধুরা, এখন শুনুন এই অনুষ্ঠানে ছেন ছু শেংয়ের খুব জনপ্রিয় একটি গান ‘একটি নষ্ট নাম মিস করি’।

ছেন ছু শেং এখনও জনসাধারণের চোখে সক্রিয়, উচ্চ মানের ও সুন্দর সংগীত প্রকাশ করে যাচ্ছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ছেন ছু শেং ও অন্য একজন জনপ্রিয় গায়ক ওয়াং চেং লিয়াংয়ের সঙ্গে গাওয়া সুন্দর গান ‘অর্ধেক পাহাড়, অর্ধেক সমুদ্র’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn