বাংলা

বর্ণান্ধতা

CMG2024-11-18 11:18:59

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু চিয়া ইংয়ের কন্ঠে ‘হারিয়ে যাওয়া বালির বার’ শীর্ষক গান। গান গাওয়া ছাড়া তিনি নিজে সুর সৃষ্টি করেন। একসময় তার সঙ্গীত-প্রতিভা ক্রমশ সকলের সামনে প্রকাশিত হতে শুরু করে। ২০০৮ সালে স্যু চিয়া ইং তাইওয়ানে 'সুপার স্টার এভিনিউ' নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্যু চিয়া ইং নিজের পেশা নার্সের কাজ ছেড়ে দেন; একজন পেশাদার কন্ঠশিল্পী হিসেবে সঙ্গীতজীবন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘এ পর্যন্ত’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু চিয়া ইংয়ের কন্ঠে ‘হঠাৎ আমি তোমাকে মিস করি’ শীর্ষক গান। ২০১২ ও ২০১৪ সালে স্যু চিয়া ইং নিজের তৃতীয় অ্যালবাম 'আদর্শ জীবন' ও চতুর্থ অ্যালবাম 'অনুসন্ধান নোটিশ' প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি চতুর্থ অ্যালবাম 'অনুসন্ধান নোটিশ'–এর জন্য তাইওয়ানের 'গোল্ডেন সুর' পুরস্কারের জন্য মনোনয়ন পান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn