বাংলা

‘মেয়ের জন্য’

CMG2024-11-11 14:28:21

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ইউ ছুন’র কন্ঠে ‘এওএইও প্রস্থান করি’ শীর্ষক গান। বন্ধুরা, লিয়াং চিং রু হলেন মালয়েশিয়ায় একজন গায়িকা। ১৯৯৭ সালে তিনি তাইওয়ানের পপ সংগীত জগতে সাফল্য অর্জন করেন। তার অনেকগুলো গান জনপ্রিয় হয়েছে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উষ্ণ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে ‘উষ্ণ’ শীর্ষক গান। এখন আপনাদের শোনাবো তাঁর কন্ঠে 'তোমাকে ভালোবেসেছি দু'এক দিন নয়' শীর্ষক গানটি। গানের কথা এমন, 'তুমি বিদায়ের সময় বলেছো, আমরা হলাম বন্ধু। কিন্তু এর পর কেন কোনো যোগাযোগ নেই? তোমাকে ভালোবেসেছি দু'এক দিন নয়। প্রতিদিন অনেক বার তোমাকে মিস করি। তোমাকে ছাড়া ভিড়ের মধ্যে হাঁটতে এখনও অভ্যস্ত হয়ে উঠিনি। তুমি কী আমাকে মিস করছো?" চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে 'তোমাকে ভালোবেসেছি দু'এক দিন নয়' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘সূর্যাস্ত’ শীর্ষক সংগীত শোনাবো। সূর্যোদয়ের চেয়ে দ্রুত সূর্যাস্ত। মানুষ সাধারণত মনে করেন, সূর্যাস্ত দুঃখের প্রতীক। কারণ, সূর্যাস্তের পর অন্ধকার হয়। তবে আমার মনে হয়, সূর্যাস্তের সুন্দর কোন কোন সময় আবেগপ্রবণ, মানুষকে উষ্ণতা এনে দেয়। সূর্যাস্তের পর আকাশে তারায় ভরা আকাশ হবে। আচ্ছা, এখন আমরা সংগীতটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘সূর্যাস্ত’ শীর্ষক সংগীত । এখন আমি আপনাদেরকে ‘রাতের বৃষ্টি’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালে রিলিজ হয়। বর্তমানে চীনের প্রাচীন উপাদান চীনা তরুণ-তরুণীদের মধ্যে অনেক জনপ্রিয়। নিজের মাতৃভূমির সংস্কৃতি প্রচার করা অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব। অবশ্যই, চীনের সমৃদ্ধ সংস্কৃতিক আরো বেশি বিদেশী মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। আমি আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন। চলুন, গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn