‘ঘনিষ্ঠ সম্পর্ক’
আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন বিখ্যাত গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চেং সিয়উ ওয়েন। তিনি বৈচিত্র্যময় গানের শৈলী ও বৈশিষ্ট্যময় কণ্ঠের জন্য পরিচিত। তাকে হংকং সংগীত মহলের ‘রানী’ হিসেবে পরিচিত। সংগীত জীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং হংকংয়ের অনেক অ্যালবাম বিক্রির রেকর্ড ধরে রেখেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চেং সিয়উ ওয়েনের একটি সুন্দর গান ‘দীর্ঘশ্বাস’।
চেং সিয়উ ওয়েন ১৯৭২ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি হংকংয়ের টিভি স্টেশনের একটি গান প্রতিযোগিতায় অংশ নেন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। ভালো পারফর্মেন্সের জন্য প্রতিযোগিতা শেষে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং দুই বছরের পেশাদার সংগীত প্রশিক্ষণ নেন। ১৯৯০ সালে চেং সিয়উ ওয়েন তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একজন নতুন গায়িকা হিসেবে তার এই অ্যালবাম ভালো সাড়া পেয়েছে, তিনি হংকংয়ের বার্ষিক জনপ্রিয় নতুন গায়িকার পুরস্কারও পেয়েছেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো চেং সিয়উ ওয়েনের একটি সুন্দর গান ‘উঁচু পাহাড় ও নিম্ন উপত্যকা’।
১৯৯১ সালে চেং সিয়উ ওয়েন তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন, পরে একটি টিভি সিরিজে অভিনয় করেন। তখন থেকে তিনি গায়ক ও অভিনয় দুটি কাজ করে জীবন শুরু করেন এবং তিনি খুব ভালো করেন। ১৯৯২ সালে তিনি চীনের বিখ্যাত গায়ক ও অভিনেতা চাং শুয়ে ইয়ৌ’র সঙ্গে চলচ্চিত্র ‘সেরায়’ অভিনয় করেন এবং এজন্য ১২তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডের ‘শ্রেষ্ঠ নতুন অভিনেত্রী পুরস্কারের’ মনোনীত হন। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো চেং সিয়উ ওয়েন চলচ্চিত্র ‘সৌভাগ্যবান লোক’-এর জন্য গাওয়া একটি সুন্দর গান ‘ঘনিষ্ঠ সম্পর্ক’।
১৯৯৫ সালে চেং সিয়উ ওয়েনের নতুন অ্যালবাম ‘তোমাকে ছেড়ে দিতে চাই না’ হংকংয়ের পাশাপাশি তাইওয়ান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশ ও অঞ্চল প্রকাশ করেন। সেসব দেশ ও অঞ্চলে এই অ্যালবাম খুব ভালো সাড়া পায়। এশিয়ায় এই অ্যালবামের মোট ২২ লাখেরও বেশি কপি বিক্রি করা হয়। এই অ্যালবামের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হন এবং হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকা হয়ে ওঠেন। বন্ধুরা, এখন শুনুন চেং সিয়উ ওয়েনের জনপ্রিয় গান ‘তোমাকে ছেড়ে দিতে চাই না’।
গত শতাব্দীর ৯০ দশকে চীনের হংকং সংগীত মহলে প্রেমের গান ছিল প্রধান প্রবণতা। তবে চেং সিয়উ ওয়েনের গানের শৈলী অনেক বৈচিত্র্যময়। তিনি ভালো প্রেমের গান গাওয়ার পাশাপাশি ড্যান্স মিউজিক, ইলেকট্রনিক মিউজিক, পপ, রকসহ বিভিন্ন ধরনের গান গেয়েছেন। তার একটি ড্যান্স গান ‘অতিশয় আনন্দ’ মুক্তির পরই সারা চীনে বেশ জনপ্রিয় হয় এবং চীনে ড্যান্স মিউজিকের প্রবণতা সৃষ্টি করে। গানটি পরে চেং সিয়উ ওয়েনের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো এই জনপ্রিয় গান ‘অতিশয় আনন্দ’।
২০০০ সালের পর চেং সিয়উ ওয়েন অভিনয়ের দিকে আরও বেশি মনোযোগ দেন। এরপর তিনি অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। হংকং ফিল্ম অ্যাওয়ার্ডের বার্ষিকী শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের ৭বার মনোনীত হওয়ার পর ২০২৩ সালে চেং সিয়উ ওয়েন অবশেষে এই গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। এটা তার অভিনয় জীবনের একটি উচ্চ স্বীকৃতি। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো ছেং সিয়উ ওয়েন চলচ্চিত্র ‘গ্রীষ্মকালের’ জন্য গাওয়া একটি সুন্দর গান ‘যদি আমরা আর দেখা না হয়’।
এখনও চেং সিয়উ ওয়েন উচ্চ মানের সংগীত ও চলচ্চিত্র কাজ প্রকাশ করছেন। তিনি হংকংয়ের প্রতিনিধিত্বকারী গায়িকা অভিনেত্রী হিসেবে এশিয়ার অনেকের কাছে প্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চেং সিয়উ ওয়েনের আরেকটি সুন্দর গান ‘সীমার বাইরে’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।