বাংলা

'পালিয়ে যাওয়া'

CMG2024-10-28 09:49:28

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে ‘লাসায় ফিরে এসেছি’ শীর্ষক গান। এখন শুনুন ‘সিন্ডারেলা’ নামের আরেকটি গান। আসলে এই গানটি চেন চুন তার মেয়েবন্ধুর জন্য লিখেছিলেন। পরে ১৩ বছর প্রেম করে দু’জন ২০০৩ সালে বিয়ে করেন। তবে ২০১১ সালে দু'জনের বিবাহবিচ্ছেদ ঘটে যায়। যাই হোক, দু’জনের ভালোবাসা আমাদের দিয়েছে এমন একটি চমত্কার গান। শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে গান। আমার মনে হয়, রক গানে এক ধরনের মুক্তির আবেশ রয়েছে এবং চেন চুনের গানে আমি পেয়েছি সেই মুক্তির স্বাদ। চেন চুন উত্তর চীনের মানুষ। তাই তার কন্ঠে ও চরিত্রে আমরা দেখি এক ধরনের বলিষ্ঠতা। এখন শুনুন চেন চুনের কন্ঠে আরেকটি গান। গানটি আমার প্রিয়। গানটির নাম ‘ছাংআন’; আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn