বাংলা

‘ঘনিষ্ঠ প্রণয়ী’

CMG2024-10-17 10:00:40

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের জনপ্রিয় গায়ক ওয়াং সির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ওয়াং সির খুব সুন্দর ও গুরুগম্ভীর কণ্ঠ আছে। চীনের সংগীত মহলে ‘জাতীয় তরুণ গায়ক প্রতিযোগিতা’ ও ‘চীনা সংগীত গোল্ডেন বেল পুরস্কার’—সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী। এ দুটিতেই তিনি চ্যাম্পিয়ন হয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

ন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে ওয়াং সি’র গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘নান পিং পর্বতে রাতের ঘণ্টা’ শুনবো।

ওয়াং সি ১৯৮৫ সালে চীনের লিয়াওনিং প্রদেশের ইং খৌ শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি গান গাইতে অনেক পছন্দ করতেন। ১৫ বছর বয়সে ওয়াং সি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভোকালিটি (vocality) শিখতে শুরু করেন। শিক্ষকের দৃষ্টিতে ওয়াং সি খুবই প্রতিভাবান এক ছাত্র। কিন্তু দুই বছরের মাথায় পরিবারের অর্থনৈতিক বোঝা কমানোর জন্য তিনি সংগীত শিখা ছেড়ে বাইরে কাজ করতে শুরু করেন। একজন অপেশাদার গায়ক হিসেবে ওয়াং সি বিভিন্ন জায়গায় পারফরমেন্স করেন।২০০৭ সালে ওয়াং সি তখনকার খুব জনপ্রিয় একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। পুরস্কার না পেলেও এই সুন্দর কণ্ঠ সবার কাছে বেশ পরিচিত হয়।বন্ধুরা, এখন শুনুন প্রতিযোগিতায় ওয়াং সি’র গাওয়া একটি সুন্দর গান ‘Yesenia’।

প্রতিযোগিতার পর ওয়াং সি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। প্রতিযোগিতার আগে ওয়াং সি’র বৈশিষ্ট্যময় সুন্দর কণ্ঠ মানুষের স্বীকার পায়। এ সময় ওয়াং সি তার প্রথম গান ‘নীল সেলো (cello)’ প্রকাশ করেন। গানে সুন্দরভাবে তার সংগীতের বৈশিষ্ট্য ফুটে ওঠে।বন্ধুরা, এখন এই সুন্দর গান শোনা যাক।

২০১১ সালে ওয়াং সি চীনা সংগীতশিল্পী সমিতি আয়োজিত প্রভাবশালী সংগীত প্রতিযোগিতা চীনা সংগীত গোল্ডেন বেল পুরস্কারে অংশ নেন। এতে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর ওয়াং সি চীনের বিখ্যাত সংগীত শিল্পী লি কু ই’র শিক্ষার্থী হন এবং চীনের নৌবাহিনীর নৃত্যগীতি দলে ভর্তি হন। এই প্রতিযোগিতা ওয়াং সির সংগীত জীবন পরিবর্তন করে দেয়।বন্ধুরা, এখন প্রতিযোগিতায় ওয়াং সি’র গাওয়া জনপ্রিয় গান ‘ঘনিষ্ঠ প্রণয়ী’ শুনবো।

২০১৩ সালে তিনি চীনের অন্য একটি বিখ্যাত সংগীত প্রতিযোগিতা ‘চীনা জাতীয় তরণ গায়ক’ প্রতিযোগিতায় অংশ নেন এবং আবারও চ্যাম্পিয়ন হন। তার সংগীতে দক্ষতা আরও বেশি মানুষের স্বীকার পাওয়ার পাশাপাশি ওয়াং সিও কিছু অ্যালবাম প্রকাশ করেন এবং জনপ্রিয় হন। ওয়াং সি তার গুরুগম্ভীর কণ্ঠে গান গেয়ে বাস (bass) গায়কের দৃষ্টান্তে পরিণত হন।বন্ধুরা, এখন অ্যালবামে ওয়াং সি’র একটি সুন্দর গান ‘ছোং ছিংয়ের বন্য গোলাপ’ শুনবো।

২০১৬ সালে ওয়াং সি চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘গায়কে’ অংশ নেন। অনুষ্ঠানটি চীনে উচ্চ মানের গান ও পেশাদার গায়কের শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য বিখ্যাত। অনেক শক্তিশালী গায়কের মধ্যে ওয়াং সি তার চমত্কার পারফরমেন্স দিয়ে অনেকের মন জয় করেন। অনুষ্ঠানে তার গাওয়া বিখ্যাত স্প্যানিশ গান ‘Besame Mucho’ দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।বন্ধুরা, এখন এই এই সুন্দর গানটি শুনুন।

একজন পেশাদার গায়ক হিসেবে ওয়াং সি দর্শকদের অসংখ্য সুন্দর গান উপহার দিয়েছেন। তার কণ্ঠ সবসময় সুন্দরভাবে গানের শক্তি প্রকাশ করে এবং মানুষকে মুগ্ধ করে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ওয়াং সি ও গায়ক কাও ইয়াংয়ের গাওয়া একটি সুন্দর গান ‘সে খুবই সুন্দর’ শুনবো। গানে একটি সুন্দর মেয়ের ভালোবাসার মন প্রকাশিত হয়। আশা করি আপনি তার কণ্ঠ ও গান পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

Close
Messenger Pinterest LinkedIn