‘হাইপোক্সিয়া’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘বৃষ্টি ভালোবাসা’ শীর্ষক গান। ১৯৯৯ সালের শেষ নাগাদ ইয়াং ছেং লিন সঙ্গীত কোম্পানি বিএমজি'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০০ সালে তিনি টিভি সিরিজ 'উল্কা উদ্যান'-এ অভিনয় করেন। এটি ছিল টিভি ও চলচ্চিত্রের জগতে ইয়াং ছেং লিনের প্রথম পা রাখা। ২০০০ সালে ইয়াং ছেং লিন অন্য তিনটি মেয়ের সঙ্গে 'ফল ইন লাভ' নামের ব্যান্ড গঠন করেন। একই বছরের নভেম্বর মাসে ব্যান্ডের প্রথম অ্যালবাম 'ফল ইন লাভ' প্রকাশিত হয়। তখন থেকে ইয়াং ছেং লিন সঙ্গীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা দেখাতে শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বেনামী বন্ধু’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘বেনামী বন্ধু’ শীর্ষক গান। ২০০৩ সালে তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্পের কারণে 'ফল ইন লাভ' ব্যান্ডটি ভেঙে যায়। ২০০৫ সালে ইয়াং ছেং লিন নতুন সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'পরবর্তী হাসি', 'শুধুই তোমাকে ভালোবাসতে চাই'সহ দশটি গান। ২০০৬ সালের ১৭ মার্চ, ইয়াং ছেং লিনের দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসার সঙ্গে দেখা করেছি' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'বাম দিকে', 'উদযাপন'সহ দশটি গান। এই অ্যালবাম বাজারে আসার আগেই ৫০ হাজার কপি বুকিং হয়ে যায়, যেটি একটি রেকর্ড। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উপরের দিকে তাকাই’ শীর্ষক গান শোনাবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘উপরের দিকে তাকাই’ শীর্ষক গান। ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর ইয়াং ছেং লিনের তৃতীয় অ্যালবাম প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'একগুঁয়ে' এবং 'অক্সিজেনের ঘাটতি'সহ দশটি গান। ২০০৮ সালে ইয়াং ছেং লিন সোনি মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের ৭ নভেম্বর তাঁর চতুর্থ চীনা ভাষার অ্যালবাম 'অর্ধ-পরিপক্কের ঘোষণা' রিলিজ হয়। এখন আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে ‘অ্যামনেসিয়া গোল্ডফিশ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘অ্যামনেসিয়া গোল্ডফিশ’ শীর্ষক গান। ২০১০ সালের পয়লা জানুয়ারি, ইয়াং ছেং লিনের পঞ্চম অ্যালবাম বাজারে আসে। একই বছরের ২৪ এপ্রিল ইয়াং ছেং লিন প্রথমবারের মতো তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে তাঁর 'বিশ্ব ট্যুর কনসার্ট' উন্মোচন করেন। ২০১১ সালের ২৯ জুলাই, ইয়াং ছেং লিনের ষষ্ঠ অ্যালবাম প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমরা বোকা'সহ দশটি প্রেমের গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আন্ডারকারেন্ট’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।