বাংলা

বোকা বাচ্চা

CMG2024-09-21 19:51:09

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘বিশ্বের প্রথম স্তর’ শীর্ষক গান। ১৯৯০ সালে লিউ দ্য হুয়া 'হবে কি না' অ্যালবাম নিয়ে সঙ্গীত মহলে বিখ্যাত হয়ে ওঠেন। এপ্রিল মাসে তাঁর অ্যালবাম 'যদি আমি তোমার লেজেন্ড' প্রকাশিত হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। ডিসেম্বর মাসে লিউ দ্য হুয়া-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'আবার দেখা হবে' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আগামী জীবন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘আগামী জীবন’ শীর্ষক গান। ১৯৯১ সালের জানুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'একসাথে কাটানো সময়' বাজারে আসে। এই অ্যালবামের থিম সং 'একসাথে কাটানো সময়' সেই বছর দশটি শ্রেষ্ঠ চীনা গানের একটি হিসেবে পুরস্কার পায়। ১৯৯২ সালে লিউ দ্য হুয়া লস অ্যাঞ্জেলেস ও সানফ্রান্সিসকোসহ বিভিন্ন শহরে কনসার্ট ট্যুর আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তোমার ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn