বাংলা

‘সেই ফুলগুলো’

CMG2024-09-14 11:39:00

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ আসরে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফান ওয়েই ছি’র কন্ঠে ‘জিজ্ঞাসা’ শীর্ষক গান। এখন শুনুন চীনের বিখ্যাত অভিনেতা আন হু'র গান। গানের শিরোনাম হলো ‘সুখের গোপন রেসিপি’। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর আন হু জন্মগ্রহণ করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন আন হু’র কন্ঠে ‘সুখের গোপন রেসিপি’ শীর্ষক গান। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ‘লাল রঙের সূর্য’ শীর্ষক গান শোনাবো। চীনে এ গানটি খুবই জনপ্রিয়। এ গানের গায়কও সবার প্রিয়। তিনি হচ্ছেন চীনের কুয়াং তুং প্রদেশে জন্ম নেওয়া বিখ্যাত গায়ক লি খে ছিং। ১৯৬৭ সালের ৬ ডিসেম্বর লি খে ছিন জন্মগ্রহণ করেন। বয়সে বড় হলেও তাঁর গান আজও অনেকের কাছে প্রিয়। বিশেষ করে তরুণ-তরুণীরা তাঁর গান অনেক বেশি পছন্দ করে। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি খে ছিনের কন্ঠে ‘লাল রঙের সূর্য’ শীর্ষক গান। গানটি শুনতে আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো। এখন আজকের অনুষ্ঠানের শেষ গানটি শোনাবো। গানের নাম হলো ‘আই বিলিভ’। চীনের বিখ্যাত তরুণ গায়ক সুন নান এ গানটি গেয়েছেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn