বাংলা

‘গভীর রাত’

CMG2024-08-26 10:00:24

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড উথিয়াওরেন’র ‘গ্লোব’ শীর্ষক গান। সঙ্গীতদল উ থিয়াও রেনের ‘হিল রোডের সুদর্শন ছেলে’ গানটি ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত ‘হাইফেংয়ের একটি গল্প’ নামক অ্যালবাম থেকে নেওয়া। উ থিয়াও রেন অ্যালবামের প্রযোজক ছিলেন এবং ২০১০ সালে এ অ্যালবামের জন্য তাদের ব্যান্ড চীনা সঙ্গীত পুরস্কারের ‘সেরা সঙ্গীতদল পুরস্কার’-এর জন্য মনোনয়ন লাভ করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘কুয়াংতুংয়ের মেয়ে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন উথিয়াওরেন’র ‘বিশ্বের আদর্শ’ শীর্ষক গান। ২০১৬ সালের ডিসেম্বরে উ থিয়াও রেন তাঁদের চতুর্থ স্টুডিও অ্যালবাম “ড্রিম-ল্যান্ড লিসা হেয়ার সেলুন” প্রকাশ করে। সেপ্টেম্বরে তাঁরা শানথৌ বিশ্ববিদ্যালয়ে ওপেন কনসার্টের আয়োজন করে। ২০১৭ সালের ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তাঁরা সারা দেশে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। ‘প্রথম ভালোবাসা’ হচ্ছে অ্যালবামের প্রধান গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘প্রথম ভালোবাসা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn