বাংলা

‘হংমেইহুয়া খাই’

CMG2024-08-05 10:54:22

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, শুনছিলেন সু ইয়ৌ ফেংয়ের কন্ঠে ‘আমার ভালো মেজাজ’ শীর্ষক গান। এখন শোনাবো সিঙ্গাপুরের কন্ঠশিল্পী লিন জুন চিয়ে’র কন্ঠে গান। তিনি ১৯৮১ সালের ২৭ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকার এবং সংগীত-প্রযোজক। তিনি ২০০৩ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করার পর জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে ‘এক হাজার বছরের পর’ শীর্ষক গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন জুন চিয়ে’র কন্ঠে ‘এক হাজার বছরের পর’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে একটি ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিবো। ব্যান্ডের নাম ফিক্যেসি। চীনা সংগীতজগতে প্রবীণ সংগীতজ্ঞ হুয়াং ইউন লিং ও চং স্যিং মিন ২০০৮ সালে যৌথভাবে কয়েকজন ছেলে নিয়ে ব্যান্ডটি গড়ে তোলেন। ব্যান্ডটির সংগীতে রক ও লোক সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। তাঁদের সংগীতগুলোয় তাঁদের চিন্তা-ভাবনা ও ধারণা ফুটে ওঠে। তাঁদের সংগীত সাধারণ রক ব্যান্ডের মত না। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ ব্যান্ডের ‘বিশ্বের ছাদে গান গাই’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা ব্যান্ডটির গান পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ডের নাম ফিক্যেসির কন্ঠে ' বিশ্বের ছাদে গান গাই' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ছু সিয়াও বিংয়ের কন্ঠ গান শোনাবো। পানির ফুল শুধু বৃষ্টিতে ফুটতে পারে। বাজি শুধু অন্ধকারে ফুটতে পারে। শীতকাল ছাড়া স্নোফ্লেক্স দেখা যায় না। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই না। মিথ্যা কথা হলো ঠকাই না। প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়ত হবে না। আজকে থেকে যাও। ভোরের আগে বিদায় দেবে। এ হলো 'ভোরের আগে বিদায়' শীর্ষক গানের কথা। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn