বাংলা

‘প্রশ্ন করব না’

CMG2024-07-29 10:47:33

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী মাও পু ই’র কন্ঠে ‘প্রশ্ন করব না’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে মাও পু ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো ও তাঁর গান শোনাবো। তাঁর আসল নাম ওয়াং ওয়েই চিয়া। তিনি ১৯৯৪ সালের ১ অক্টোবর হ্যেলংচিয়াং প্রদেশের ছিছিহার শহরের থাইলাই জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হাংচৌ নর্মাল বিশ্ববিদ্যালয়ের নার্স বিভাগ থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘কষ্ট করো না’ শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মাও পু ই’র কন্ঠে ‘আমার নিজেকে সুপারস্টার মনে হচ্ছে’ শীর্ষক গান। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি হুনান প্রদেশের টিভি চ্যানেল আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। গত ২২ জানুয়ারি তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘হংমেইহুয়া খাই’ শীর্ষক গান। হংমেইহুয়া মানে ক্র্যানবেরি ফুল। ‘খাই’ মানে ফুটেছে। গানটি একটি রুশ লোকসংগীত। চীনের অনেক কন্ঠশিল্পী গানটি গেয়েছেন। গানটি চীনে খুবই জনপ্রিয়। আশা করি, আপনারা মাও পু ই’র কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn