বাংলা

অজানা লোক’

CMG2024-07-18 10:00:03

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম থাং হান সিয়াও। তিনি তার গান রচনার দক্ষতা ও আকর্ষণীয় কণ্ঠের জন্য পরিচিত। তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। তার গানগুলো চীনের মূলভূখণ্ড, হংকং ও তাইওয়ানের বেশ কিছু পুরস্কার জয় করেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন থাং হান সিয়াও’র একটি সুন্দর গান ‘অজানা লোক’।

থাং হান সিয়াও ১৯৮৯ সালে চীনের লিয়াও নিং প্রদেশের লিয়াও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ১১ বছর বয়সে তিনি পিয়ানো শেখা শুরু করেন। গান গাওয়ায় খাতে কোনো পেশাদার প্রশিক্ষণ না থাকলেও তিনি চতুর্থ ক্যাম্পাস সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এতে তিনি নিজের গানের প্রতি খুব আত্মবিশ্বাসী ছিলেন এবং একজন গায়ক হওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৮ সালে থাং হান সিয়াও জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘মাই শোতে’ অংশগ্রহণ করেন এবং চমত্কার পারফরমেন্সের জন্য চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি শোবিজ জগতে প্রবেশ করেন এবং একজন গায়ক হয়ে ওঠেন।

অন্যান্য গায়কের মতো আত্মপ্রকাশের পরপরই অ্যালবাম প্রকাশ করেননি তিনি। থাং হান সিয়াও টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা শুরু করেন। কারণ, তিনি গল্প দেখতে খুব পছন্দ করেন, বিভিন্ন গল্প থেকে গান তৈরি করার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। আর তিনি মনে করেন, একটি নির্দিষ্ট গল্প ও আবেগের ভিত্তিতে তৈরি গানগুলো আরো আকর্ষণীয় হবে। ফলে এটা আসল। তার চলচ্চিত্র ও টিভি নাটকের জন্য রচিত গান কেবল সেই টিভি নাটকে রঙই যোগ করেই না, বরং তা খুবই জনপ্রিয় হয়। বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো থাং হান সিয়াও টিভি নাটক ‘ইম্পেরিয়াল ডক্টরেসের’ জন্য রচিত সুন্দর গান ‘ভারী বৃষ্টি আসছে’।

বন্ধুরা, এবার আমরা শুনবো থাং হান সিয়াও’র চলচ্চিত্রের জন্য রচিত একটি গান, গানের নাম ‘আমাকে তোমার পাশে থাকতে দাও।’ যা খুব উত্সাহময় একটি গান। গানের কথায় লেখা হয়: আমি কখনও কথা বলিনি, কারণ ভয় পাই কেউ উত্তর দেবে না। এই পৃথিবী খুবই বড়, আমাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়। এই বিভ্রান্তি ও অশান্ত পৃথিবীতে তোমার পাশে কে আছে? আমি ছোট হলেও বড় স্বপ্ন দেখি, যাই ঘটুক না কেন, আমাকে তোমার পাশে থাকতে দাও। গানটি ৩৬তম হংকং গোল্ডেন ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ চলচ্চিত্রের গানের পুরস্কার জয় করে। বন্ধুরা, এখন এই জনপ্রিয় গান ‘আমাকে তোমার পাশে থাকতে দাও’ শুনুন।

২০২০ সাল পর্যন্ত থাং হান সিয়াও তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘অ্যাপোলো’ প্রকাশ করেন। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনীতে অ্যাপোলো হল সূর্যের দেবতা। যুক্তরাষ্ট্রের চাঁদ অন্বেষণ প্রকল্পের নামও অ্যাপোলো। গায়ক এই অ্যালবামের নাম অ্যাপোলো দিয়ে আশা করেন সংগীতের মাধ্যমে মহাকাশ ও জীবনের প্রতি তার চিন্তাভাবনা প্রকাশিত হবে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবাম থাং হান সিয়াও’র গাওয়া সুন্দর একটি গান ‘অ্যাপোলো’।

২০২১ সাল থেকে থাং হান সিয়াও অনেক টিভি সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে তিনি দর্শকদের সামনে অনেক চমত্কার পরিবেশনা করেছেন। বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘এটাই রচনায়’। তিনি ও অন্য একজন জনপ্রিয় গায়ক চৌ শেনের সঙ্গে গাওয়া একটি সুন্দর গান ‘কেয়ামতের মহাকাশযান’। যা বার্ষিক শ্রেষ্ঠ পারফরমেন্স হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এখন গানটি শুনি।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে থাং হান সিয়াও’র আরেকটি সুন্দর গান ‘রাতে নাচা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

Close
Messenger Pinterest LinkedIn