‘বসন্তের সকাল’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের একজন প্রবীণ কন্ঠশিল্পী লিউ পিনের কন্ঠে ‘জন্মস্থানের কণ্ঠ ও আবেগ’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি লিউ পিনের পরিচয় দিবো। তিনি ১৯৫৮ সালের মার্চ মাসে লিয়াওনিং প্রদেশের চিনচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা, বিখ্যাত সেনা সংগীতজ্ঞ এবং ডেপুটি কর্পস কর্মকর্তা। তিনি ছিলেন বেইজিং সামরিক অঞ্চলের রাজনৈতিক বিভাগের সেনা শিল্প ও সংস্কৃতি গ্রুপের প্রধান। ১৯৮৪ সালে তিনি বেইজিং সামরিক অঞ্চলের সেনা গান ও নাচ গ্রুপের একজন হিসেবে বেইজিং অপেরা অভিনয় শুরু করেন। তিনি ১৩ বার জাতীয় ভোকাল প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সৈনিকগণ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন মাসি’র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ফাং ইয়ান’র কন্ঠে ‘বসন্তের সকাল’ শীর্ষক গান শোনাবো। তিনি হলেন চীনের প্রথম প্রবীণ শিল্পী যিনি কবিতাকে গানে রূপান্তরিত করেছেন। তিনি হলেন লিয়াওনিং প্রদেশের থিয়েলিংয়ের মানুষ। তিনি তাঁর পিতার দ্বারা প্রভাবিত হয়ে ছোটবেলা থেকেই সংগীত শিখতে শুরু করেন। ১৬ বছর বয়সে তিনি বেইজিংয়ে এসে সংগীতজগতে প্রবেশ করেন। ‘বসন্তের সকাল’ শীর্ষক গানের কথা চীনের থাং রাজবংশ আমলের বিখ্যাত কবি মেং হাও রানেরর লেখা। চীনা ভাষায় গানের শিরোনাম ‘ছুনস্যিয়াও’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।