বাংলা

কফি হাউসের আড্ডা চীনা সভ্যতার শান্তিপ্রিয়তার উত্স কোথায়?

CMG2024-03-08 14:29:16

বেইজিংয়ে এখন জাতীয় দুই অধিবেশন চলছে। ৭ তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৪তম জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কূটনৈতিক বিষয়ভিত্তিক সংবাদ সম্মেলনে একটি বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেছেন যে, বর্তমানে বিশ্ব কাঠামো গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং মানব সমাজ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশৃঙ্খল আন্তর্জাতিক পরিবেশে চীন দৃঢ়ভাবে বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির পক্ষে থাকবে। শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির চীনা সভ্যতার উত্স কোথায়? শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে মানবতার কী দায়িত্ব গ্রহণ করা উচিত?

আজকের অনুষ্ঠানে এ সব বিষয় নিয়ে আলাপ করবো অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের সঙ্গে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক। তিনি ইন্টারনেশনল ইউনিয়ন অফ সায়েন্টিফিক স্ট্যাডিজ অফ পপুলেশ-এর সদস্য এবং এশিয়ান পপুলেশন এসোসিয়েশনের সায়েন্টিফিক গ্রুপের সদস্য। চলুন, কথা বলি ড. মঈনুল ইসলামের সঙ্গে।

Close
Messenger Pinterest LinkedIn