বাংলা

জনাব এস, এম, খোরশেদ আলমের সাক্ষাত্কার

CMG2024-02-25 16:52:53

আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন জনাব এস, এম, খোরশেদ আলম। তিনি বর্তমানে চীনের শান্সী প্রভিন্স এর সি'আন এ অবস্থিত "চ্যাং'আন বিশ্ববিদ্যালয়" এর "স্কুল অফ ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট" এর অধীনে হায়দ্রাউলিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে গবেষণারত। তিনি "বেল্ট এন্ড রোড শিক্ষা বৃত্তি " নিয়ে বর্তমানে চীনে অবস্থান করছেন। একই সাথে তিনি বাংলাদেশ-চায়না ইয়ুথ এসোসিয়েশন এর চ্যাং'আন বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর।

জনাব এস, এম, খোরশেদ আলম গবেষণা করছেন চীনের নিংসিয়া অঞ্চলের ইনচুয়ান সমভূমিতে কৃষি কর্মকান্ডের কারণে সংঘটিত ভূগর্ভস্থ পানিতে নাইট্রেট প্রবেশ এর মডেলিং নিয়ে। বিশ্বের বিভিন্ন নামকরা আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে তার বেশকিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে রিভিয়ার হিসাবেও কাজ করছেন । বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনেও প্রধান বক্তা হিসেবে তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি চ্যাং'আন বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বর্ষের সেরা ও তারকা ছাত্র হিসাবে ভূষিত হয়েছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Close
Messenger Pinterest LinkedIn