বাংলা

সিচাংয়ের রাস্তায় (দ্বিতীয় সিজন)

CMG2024-02-08 18:30:58

ফেব্রুয়ারি ৭: কামদো, "পূর্ব সিচাংয়ের মুক্তা" নামে পরিচিত, সিচাং তথা তিব্বতের একটি অনন্য শহর। এখানে রয়েছে চমত্কার প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী তিব্বতি সংস্কৃতি, সমৃদ্ধ জীববৈচিত্র্য, এবং আধুনিক জীবন। পূর্ব সিচাংয়ের জনগণের নতুন প্রজন্ম সিচাংয়ের সুরক্ষা ও উন্নয়নকে নিজেদের দায়িত্ব বলে মনে করে। তাঁরা স্বদেশকে সযত্নে লালন করে। আমাদের বন্ধুরা যখন তাদের সাথে মিলিত হবেন, তখন তাদের অভিজ্ঞতা কেমন হবে বা হতে পারে? আমাদের লেন্স অনুসরণ করুন এবং রাস্তায় নতুন সিচাংয়ের আকর্ষণ অনুভব করুন।

Close
Messenger Pinterest LinkedIn