কফি হাউসের আড্ডা: আবু তাহের সাকিবের চোখে ইউনান
CMG2023-10-21 17:16:32
সম্প্রতি বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগে ২০জনের একটি যুবক দল চীনের ইউনানে সফর করেছে। আবু তাহের সাকিব তাদের মধ্যে একজন। তিনি বর্তমান বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ছাত্র। তাছাড়া তিনি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে খুব সক্রীয়ভাবে অংশগ্রহণ করছেন। এবারের ইউনান সফর কেমন লাগলো? চলুন কথা বলি আবু তাহের সাকিবের সঙ্গে।