বাংলা

কফি হাউসের আড্ডা: আবু তাহের সাকিবের চোখে ইউনান

CMG2023-10-21 17:16:32

সম্প্রতি বাংলাদেশে চীনা দূতাবাসের উদ‍্যোগে ২০জনের একটি যুবক দল চীনের ইউনানে সফর করেছে। আবু তাহের সাকিব তাদের মধ‍্যে একজন। তিনি বর্তমান বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের পলিটিক‍্যাল স্টাডিজ বিভাগের ছাত্র। তাছাড়া তিনি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে খুব সক্রীয়ভাবে অংশগ্রহণ করছেন। এবারের ইউনান সফর কেমন লাগলো? চলুন কথা বলি আবু তাহের সাকিবের সঙ্গে।

Close
Messenger Pinterest LinkedIn