বাংলা

খন্দকার শায়েখ আহম্মেদ (শাওন)-এর সাক্ষাত্কার

CMG2023-09-22 15:39:05

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন খন্দকার শায়েখ আহম্মেদ (শাওন)। তিনি বর্তমানে সাংহাইয়ের দংহূয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছেন। এর আগে তিনি শিডিয়ান বিশ্ববিদ্যালয় এবং সাংহাই জিয়াওথং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কিছুদিন পর সাংহাইয়ে চাকরীতে যোগ দেবার পরিকল্পনা রয়েছে।

তিনি ঘুরতে ভালোবাসেন, ছুটিতে বিভিন্ন দেশ ঘুরতে যান জ্ঞান আহরণের জন্যে। মেইনল্যান্ড চীনের একটি প্রদেশ তিব্বত বাদে সবগুলো প্রদেশ ভ্রমণ করেছেন। এ ছাড়া, তাঁর ভিডিওগ্রাফি করতে খুবই ভালো লাগে, তাই কোথাও গেলে ভিডিও ডকুমেন্ট করেন। তিনি পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করতে চান। বিশেষ করে চীনের নেওয়া পরিকল্পনা তাঁকে খুবই অনুপ্রাণিত করেছে। তো, চলুন, কথা বলি তাঁর সঙ্গে।

Close
Messenger Pinterest LinkedIn