সহজ চীনা ভাষা: পদ্ম ও মাতা
বন্ধুরা,আজআমরাএকটিনতুনপাঠশেখাবো,পাঠেরনাম‘পদ্মফুলওমাতা’,এরচীনাভাষাহল‘荷叶母亲’।বন্ধুরাচলুন,এইপাঠেরঅডিওশুনেনেই।
বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের বিখ্যাত আধুনিক সাহিত্যিক ও অনুবাদক পিং সিন লিখিত একটি প্রবন্ধ। পিং সিনের প্রবন্ধের বিষয় বৈচিত্র্যময়, ভাষা সুন্দর, কাঠামো সহজ আর অর্থ গভীর। চীনে সব শ্রেণীর পাঠকের কাছে তা অনেক জনপ্রিয়। বিদেশে অধ্যয়ন করার সময় তিনি শিশুদের জন্য ধারাবাহিক প্রবন্ধ লিখেছেন। যা চীনা শিশুসাহিত্যের ভিত্তি হয়ে উঠেছে। নিজে প্রবন্ধ লেখার পাশাপাশি পিং সিন অনেক বিদেশি বই অনুবাদ করেছেন। তিনি চীনে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনুবাদ করেন।
আজকের পাঠটি লেখকের মা সম্পর্কিত একটি প্রবন্ধ। তার বাসার উঠানে দুই গামলা পদ্মফুল আছে। এক গ্রীষ্মকালে যখন ৩টি পদ্মফুল ফোটে, তখন লেখক ও তার দুই বোন জন্মগ্রহণ করে। তাই ছোট থেকে সেই পদ্মের সঙ্গে লেখকের বিশেষ অনুভূতি আছে। এক রাতে ভারী বৃষ্টি হয়। উঠানে একটি লাল পদ্মফুলের পাপড়ি বৃষ্টির পানির আঘাতে ঝড়ে পড়ে। তখন লেখক দেখেন লাল পদ্মফুলের পাশে একটি বড় পদ্ম পাতা, আস্তে আস্তে পদ্মফুলের দিকে ঘুরে যাচ্ছে, ঠিক যেন বড় ছাতা পদ্ম ফুলের উপরে উঠে যায়। এ দৃশ্য দেখে লেখক তার মা’র কথা ভাবেন। মা সবসময় তার পাশে দাঁড়ান, তাকে অনেক আঘাত থেকে রক্ষা করেন। লেখক মনে করেন, যদি তিনি পদ্মফুল হন, তাহলে তার মা ঠিক পদ্মপাতার মতো। এই পাঠটি প্রবন্ধ হলেও এর ভাষা কবিতার মত সুন্দর, যা পড়ে সবাই মুগ্ধ হবে।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হল:
荷叶 hé yèপদ্মপাতা荷花/莲花 hé huā/lián huāপদ্মফুল花瓣 huā bàn পাপড়ি
像……(一样)xiàng…yí yàng যেন...(মত)荷叶像一把伞 hé yè xiàng yì bǎ sǎn পদ্মপাতাযেনএকটিছাতা她笑得像花一样 tā xiào dé xiàng huā yí yàng সেফুলেরমতহাসে
这只蝴蝶像一片枯叶 zhè zhī hú dié xiàng yípiàn kū yèএইপ্রজাপতিযেনএকটিশুকনোপাতা
慢慢 màn màn আস্তেআস্তে/ধীরেধীরে
荷叶慢慢转向荷花 hé yè màn màn zhuǎn xiàng hé huāপদ্মপাতাপদ্মআস্তেআস্তেফুলেরদিকেঘুরেযায়ে他慢慢向我走来 tā màn màn xiàng wǒ zǒu lái সেআস্তেআস্তেআমারদিকেচলেআসে我慢慢忘了那件事 wǒ màn màn wàng le nà jiàn shìআমিআস্তেআস্তেসেইব্যাপারভুলেগেছি
保护 bǎo hùরক্ষাকরা保护环境bǎo hù huán jìng পরিবেশরক্ষাকরা保护动物bǎo hù dòng wùপ্রাণীরক্ষাকরা保护他的安全 bǎo hù tā dean quán তারনিরাপত্তারক্ষাকরা母亲会永远保护孩子mǔ qīn huì yǒng yuǎn bǎo hùbǎo hù hái ziমাসবসময়সন্তানকেরক্ষাকরে।