সহজ চীনা ভাষা----লি সাও
বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনামহল‘离骚’।বন্ধুরা,আজকেরপাঠেরঅর্থজানিয়েদেওয়ারআগেপ্রথমেএরলেখকেরসঙ্গেআপানদেরকেপরিচয়করিয়েদেবো।এইপাঠেরলেখকহলেনচীনেরবিখ্যাতপ্রাচীনদেশপ্রেমিককবিওরাজনীতিবিদছুইউয়ান।তিনিচীনের‘রোমান্টিকসাহিত্য’ও‘ছুচি’নামককবিতাশৈলীরজনক।তারকবিতারহাতধরেচীনাকবিতানতুনযুগেপ্রবেশকরেএবংচীনাসাহিত্যউন্নয়নেসুদূরপ্রসারীওগভীরপ্রভাবফেলে।একজনরাজনীতিবিদহিসেবেছুইউয়ানদেশরক্ষাওউন্নয়নেরজন্যঅনেকসংস্কারকরেছেন।তারপরিচালনায়ছুরাজ্যেরসমৃদ্ধিবাস্তবায়নহতেপারত।কিন্তুপরেঅন্যদেশেরসঙ্গেযুদ্ধেপরাজয়ওমিথ্যাঅপবাদেরকারণেছুইউয়াননদীতেঝাঁপদিয়েআত্মহত্যাকরেন।তাঁরস্মরণেমানুষচীনাচান্দ্রপঞ্জিকারপঞ্চমমাসেরপঞ্চমদিনটিতুয়ানউদিবসহিসেবেনির্ধারণকরে।যাএখনচীনেরগুরুত্বপূর্ণএকটিএতিহ্যবাহীউত্সব।উত্সবেরঅনেকরীতি,যেমনড্রাগননৌকায়চড়াওচোংয্যিখাওয়াইত্যাদিছুইউয়ানেরসঙ্গেজড়িত।
আজকের পাঠ লি সাও হল ছু ইউয়ানের সবচেয়ে বিখ্যাত একটি কবিতা; এটি চীনের দীর্ঘতম প্রাচীন কবিতা। কবিতায় লেখকের অভিজ্ঞতা ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে অনেক রূপক, পৌরাণিক কাহিনী, কিংবদন্তী ও বৈচিত্র্যময় কল্পনা ব্যবহার করে জনগণ ও দেশের প্রতি ভালোবাসা, আদর্শের প্রতি সম্মান এবং ব্যাঘাত হলেও আপোস না করার চেতনা প্রকাশিত হয়েছে। এই কবিতার ভাষা বেশ সুন্দর এবং এর উচ্চ সাহিত্যিক মূল্য রয়েছে। পরবর্তীতে মানুষরা এর উপর ভিত্তি করে অনেক সাহিত্যিক ও শৈল্পিক কাজ করেছে।
মানুষরা বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
神话 shén huàপৌরাণিককাহিনী中国神话里有许多有趣的故事 zhōng guó shén huà lǐ yǒu xǔ duō yǒu qù de gù shìচীনেরপৌরাণিককাহিনীতেঅনেকমজারগল্পআছে孙悟空是很受欢迎的神话角色 sūn wù kōng shì hěn shòu huān yíng de shén huà rén wùহনুমানজনপ্রিয়পৌরাণিকচরিত্র
各种各样的 gè zhǒng gè yàng de বৈচিত্র্যময়各种各样的比喻 gè zhǒng gè yàng de বৈচিত্র্যময়রূপক各种各样的花gè zhǒng gè yàng de huāবৈচিত্র্যময়ফুল这里有各种各样的衣服zhè lǐ yǒu gè zhǒng gè yàng de yī fu এখানেবৈচিত্র্যময়পোশাকআছে他见过各种各样的人 tā jiàn guò gè zhǒng gè yàng de rén সেবৈচিত্র্যময়মানুষদেখেছে।
追求 zhuī qiúঅনুসরণকরা追求理想zhuī qiú lǐ xiǎng আদর্শঅনুসরণকরা追求利益 zhuī qiúlì yìস্বার্থঅনুসরণকরা追求财富 zhuī qiú cái fùধন-সম্পদঅনুসরণকরা他从不追求名利 tā cóng bù zhuī qiú míng lìসেকখনওখ্যাতিরপেছনেছোটেনি
妥协 tuǒ xiéআপোসকরা谈判中他很快妥协了 tán pàn zhōng tā hěn kuài tuǒ xiéle আলোচনায়সেদ্রুতআপোসকরেছে遇到挫折他不会妥协 yù dào cuō zhé tā bú huì tuǒ xiéব্যাঘাতহলেওসেআপোসকরবেনা।