সহজ চীনা ভাষা:নববর্ষের শুভেচ্ছামূলক কথা
বন্ধুরা,চীনাসংস্কৃতিতেপ্রত্যেক১২বছর১২টিপ্রাণীরনামেচিহ্নিতকরাহয়।আর২০২৩সালহলচীনের‘খরগোশ’বর্ষ।তাহলেআজকেরঅনুষ্ঠানেআমরাখরগোশসম্পর্কিতএকটি‘ছেংইয়ু’শিখাবো;আরতাহল-‘守株待兔’।শব্দটিএকটিউপকথাথেকেএসেছে।এইউপকথায়বলাহয়,প্রাচীনকালেএকজনকৃষকেরউর্বরকৃষিজমিছিল।প্রচুরফলনেরজন্যসেপ্রতিদিনপরিশ্রমকরতো।জমিতেএকটিগাছেগোড়াছিল।যখনকাজকরেক্লান্তহয়েযেতো,তখনসেওইগোড়ারপাশেবসেকিছুক্ষণবিশ্রামনিত।একদিনতিনিজমিতেকাজকরারসময়একটিখরগোশকোথাথেকেবেরিয়েতাড়াহুড়োকরেপালিয়েযায়,হঠাৎগাছেগোড়ারসঙ্গেধাক্কালেগেমারাযায়।এটাদেখেসেইমানুষটিখুবখুশিহয়,বিনাপরিশ্রমেএকটিখরগোশপেয়েছেসে।সেখরগোশনিয়েবাসায়ফিরেএবংভাবতেথাকেযদিপ্রতিদিনএকটিখরগোশপাওয়াযায়,তাহলেকষ্টকরকৃষিকাজকরারদরকারনেই,কতই-নাভালোহতো!তাইপরেরদিনথেকেসেজমিতেগাছেরগোড়ারপাশেচুপকরেবসেথাকে।কখনএকটাখরগোশআসবেআরগাছেরগোড়ায়ধাক্কাখেয়েমারাযাবে-সেইঅপেক্ষায়থাকে।এভাবেঅনেকদিনপারহয়েযায়।আরকোনোখরগোশদেখাযায়না।এদিকেতারউর্বরজমিওঅনুর্বরহয়েযায়!এইউপকথামানুষকেসতর্ককরেযে,আকস্মিকসৌভাগ্যেরওপরনির্ভরকরতেহয়না,পরিশ্রমনাথাকলেকিছুইপাওয়াযায়না।আমাদেরজীবননিজেরহাতেতৈরিকরতেহয়।যদিসবসময়সৌভাগ্যেরজন্যঅপেক্ষাকরাহয়,কোনোকাজনা-করাহয়,তাহলেআমাদেরজীবনসেইমানুষেরজমিরমতঅনুর্বরহয়েযাবে!
বর্তমানে এই কথাটি দুটি অবস্থায় ব্যবহৃত হয়। প্রথমটি হল উপকথায় সেই কৃষকের মতো এক জায়গায় অপেক্ষা করা বোঝায়। যেমন- পুলিশ অপরাধী গ্রেফতার করার জন্য অপেক্ষা করে। দ্বিতীয়টি হল- আকস্মিক সৌভাগ্যের ওপর নির্ভর করার আচরণ ও চিন্তার প্রতি ব্যঙ্গ করা।
কথোপকথন
চীনেরবসন্তউৎসবেরসময়একটিগুরুত্বপূর্ণরীতিহলপরস্পরকেশুভেচ্ছাজানানো।চীনাভাষায়একেবলাহয়‘拜年’।শুভেচ্ছাজানাতেচাইলেনববর্ষেরশুভেচ্ছামূলককথাবলতেহয়।বন্ধুরা,আজকেরঅনুষ্ঠানেচীনাদেরখুববেশিব্যবহৃতকিছুশুভেচ্ছামূলককথাআপনাদেরকেশিখাবো।
চীনেরবসন্তউৎসবেরশুভেচ্ছামূলককথাসাধারণত‘祝你’এবংএকটি৪-অক্ষর-শব্দনিয়েগঠিতহয়।‘祝你’মানে‘তোমারজন্যআশাকরি/কামনাকরি’,আরপরের৪-অক্ষর-শব্দহলশুভেচ্ছারবিষয়।নিচেকিছুবেশিব্যবহৃতশুভেচ্ছামূলকশব্দ:
万事如意 wàn shì rú yìসবকিছুসুষ্ঠুভাবেচলুক!
心想事成 xīn xiǎng shì chéng সবইচ্ছাপূরণহোক!
身体健康 shēn tǐ jiàn kāng সুস্থথাকুন
阖家幸福 hé jiā xìng fúপরিবারসুন্দরওসুখেরহোক
যারা ব্যবসা করে, তাদেরকে বলা যায়:
财源滚滚 cái yuán gǔn gǔn অনেকটাকাঅর্জনকরুন,ধনীহয়েউঠুন
生意兴隆 shēng yì xìng lóng ব্যবসা-বাণিজ্যসমৃদ্ধহোক
যারা চাকরি করে, তাদেরকে বলতে পারেন:
工作顺利 gōng zuò shùn lìকাজসুষ্ঠুভাবেচলুক
步步高升 bù bù gāo sheng পদোন্নতিহোক