বাংলা

সহজ চীনা ভাষা---‘চিন স্য’

CMG2022-10-10 14:59:08

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘চিন স্য’। বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি লি শাং ইন রচিত একটি কবিতা। তিনি প্রেম-কাব্য ও ঐতিহাসিক কবিতা রচনার জন্য পরিচিত। তার কবিতার ভাষা, ছন্দ, কাঠামো, বিষয় বেশ সুন্দর। তিনি পরবর্তীকালে চীনা কবিতা উন্নয়নে বড় প্রভাব ফেলেছেন। খুব ছোটবেলা থেকেই লি শাং ইনের উচ্চ মাত্রার সাহিত্যিক প্রতিভা দেখা দেয়। ছোট থেকেই তিনি অর্থ উপার্জন করা শুরু করেন। নিজের অভিজ্ঞতা থেকে লি শাং ইন সাধারণ মানুষের জীবন ও রাজনীতিকে বেশ গুরুত্ব দেন এবং এ বিষয়ে অনেক কবিতা লিখে সামাজিক ঘটনা ও রাজনৈতিক দুর্নীতি তুলে ধরেন। তা ছাড়া, লি শাং ইনের প্রেমের কবিতাও অনেক ভালো। তার প্রেমের কবিতাগুলো সূক্ষ্ম অনুভূতি ও চমত্কার ভাষার জন্য প্রশংসিত।

আজকের কবিতাটি লি শাং ইনের বার্ধক্যজীবনের রচনা। কবিতায় তিনি ‘চিন স্য’ নামে এক ধরনের বাদ্যযন্ত্র দেখে নিজের যৌবনের কথা স্মরণ করেন। লি শাং ইনের জীবন বেশ কষ্টের ছিল। প্রিয় মানুষ ও পদ হারানোর ঘটনা ঘটেছিল। প্রতিভাবান হলেও তা ব্যবহার করতে না-পারার মতো নানা অভিজ্ঞতা হয়েছে। এই ছোট কবিতায় তিনি বিভিন্ন পৌরাণিক কাহিনী, কিংবদন্তি ও গল্প উদ্ধৃত করে অতীতের আনন্দের কথা স্মরণ করেছেন এবং মনের দুঃখ ও বিষাদ প্রকাশ করেছেন। এই কবিতাটি সুন্দর ও রোমান্টিক কল্পনায় ভরপুর, যা পড়ে মুগ্ধ হতে হয়। লি শাং ইনের সবচেয়ে বিখ্যাত কবিতা এটি।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

追忆 zhuī yìস্মরণকরা追忆往事zhuī yì wǎng shìঅতীতেরকথাস্মরণকরা追忆青春zhuī yì qīng chūn যৌবনস্মরণকরা追忆似水年华zhuī yì sì shuǐ nián huáঅতীতেরসুন্দরসময়স্মরণকরা

沉迷 chén míআসক্ত/মেতেওঠা沉迷过去 chén míguò qùঅতীতেআসক্ত沉迷看书chén mí kàn shūবইপড়ায়মেতেউঠা沉迷网络chén míwǎng luòইন্টারনেটেআসক্তহয়েপড়া他沉迷电子游戏 tā chén mí diàn zǐ yóu xìসেভিডিওগেমসেমেতেউঠেছে।

寄托 jì tuōমানসিকসমর্থন/নির্ভরকরা感情寄托 gǎn qíng jì tuōমানসিকসমর্থন他把所有希望寄托在孩子身上 tā bǎ shuǒ yǒu xī wàng jì tuō zài hái zǐ shēn shàng সেতারসন্তানেরওপরসবআশারাখে花寄托了人们美好的祝愿 huā jì tuō le rén mén měi hǎo de zhù yuan মানুষরাফুলদিয়েশুভকামনাজানায়

只是 zhǐ shìশুধু/শুধুমাত্র这只是小事 zhè zhǐ shìxiǎo shìএটাশুধুএকটিসামান্যব্যাপার他只是个学生tā zhǐ shì gè xué sheng সেশুধুইএকজনছাত্র这只是第一步 zhè zhǐ shì dì yī bùএটামাত্রপ্রথমধাপ।

Close
Messenger Pinterest LinkedIn