বাংলা

সহজ চীনা ভাষা: কাঠকয়লা বিক্রি করা বৃদ্ধ-China Radio International

cri2021-11-22 18:20:09

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘কাঠকয়লাবিক্রিকরাবৃদ্ধ’,এরচীনাভাষাহল‘卖炭翁’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলপ্রাচীনচীনেরবিখ্যাতকবিপাইচুইরচিতএকটিকবিতা,তাকে‘কবিররাজা’বলাহতো।পাইচুই’রকবিতারবিষয়বস্তুছিলবৈচিত্র্যময়।কৃষি,রাজনীতি,বাণিজ্য,সংস্কৃতিইত্যাদিনানাবিষয়েতারকবিতারয়েছে-যাতেদেশওসমাজেরবিভিন্নদিকফুটেউঠেছে।আরতারকবিতারভাষাবেশসহজওজীবন-ঘনিষ্ঠ।এজন্যতারকবিতাসাধারণমানুষেরমধ্যেঅনেকজনপ্রিয়তাপেয়েছে।তিনিকয়েকজনকবিকেনিয়েকবিতাসংস্কারআন্দোলনচালুকরেন;যাপরবর্তীতেচীনাকবিতারউন্নয়নেসুদূরপ্রসারীপ্রভাবফেলেছে।

সাধারণ মানুষের জীবন ও সামাজিক ঘটনায় পাই চু ই বেশ গুরুত্ব দিতেন। আজকের পাঠে তিনি একজন কাঠকয়লা বিক্রি করা বৃদ্ধের কঠিন জীবন তুলে ধরেছেন। শীতকালের ঠান্ডা আবহাওয়ায় এই বৃদ্ধ বহু দূরে গিয়ে কাঠকয়লা বিক্রি করেন। বিক্রির সময়ে সরকারের কর্মকর্তাদের অযৌক্তিক তর্জন-গর্জন সহ্য করতে হয়। তার অবস্থা তুলে ধরে কবি দুর্নীতিগ্রস্থ সরকারের সমালোচনা করেছেন এবং সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

炭 tàn কাঠকয়লা雪中送炭 xuě zhōng song tàn তুষারেরসময়কাঠকয়লাপাঠানো(কঠিনসময়বড়সাহায্যদেওয়া)他的帮助对我们来说真是雪中送炭 tā de bāng zhù duì wǒ mén lái shuō zhēn shì xuě zhōng song tàn তারএইসাহায্যেযেন‘তুষারেরসময়কাঠকয়লাপাওয়া!’।

卖 mài বিক্রিকরা卖炭 mài tàn কাঠকয়লাবিক্রিকরা卖东西mài dōng xi জিনিসবিক্রিকরা买卖 mǎi mài কেনাবেচা।

同情 tóng qíng সহানুভূতি他不需要别人的同情 tā bù xū yào bié rén de tóng qíng তারঅন্যেরসহানুভূতিরপ্রয়োজননেই

欺负 qī fùতর্জন-গর্জনকরা欺负弱小qī fù ruò xiǎo দুর্বলমানুষ/প্রাণীতর্জন-গর্জনকরা强大才能不受欺负 qiáng dà cái néng bú shòu qī fùশক্তিশালীমানুষেরবিরুদ্ধেকেউতর্জন-গর্জনকরেনা

Close
Messenger Pinterest LinkedIn