সহজ চীনা ভাষা: জন্মস্থান-China Radio International
বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘জন্মস্থান’,এরচীনাভাষাহল‘故乡’।বন্ধুরা,এইপাঠেরঅর্থজানিয়েদেওয়ারআগেপ্রথমেএরলেখকল্যুশ্যুনসম্পর্কেআপনাদেরকেপরিচয়করিয়েদেই।তিনিহলেনএকবিংশশতাব্দীতেচীনেরসবচেয়েবিখ্যাতসাহিত্যিকওচিন্তাবিদ।তিনিআধুনিকচীনাসাহিত্যেরজনক,সাহিত্যসমালোচকওঐতিহাসিকগবেষক।মতাদর্শগতগবেষণা,অনুবাদ,শিল্পকলাতত্ত্বওমৌলিকবিজ্ঞানেরপরিচয়,প্রাচীনবইয়েরগবেষণাএবংকাঠেরখোদাই-সহইত্যাদিনানাক্ষেত্রেতিনিঅনেকঅবদানরেখেছেন।তাঁরপ্রবন্ধচীনাসমাজেরঅন্ধকারউদ্ঘাটনকরেছেএবংমানুষওচীনাজাতিকেউত্সাহিতকরেছে।তাঁরসাহিত্যওচিন্তাভাবনাচীনেবড়প্রভাবফেলছে।
আজকের পাঠ হল ল্যু শ্যুনের ১৯২১ সালে রচিত একটি ছোট গল্প। সেই সময়ে চীনের গ্রামাঞ্চলে সংস্কার ঘটে। এই গল্পের প্রধান চরিত্র জন্মস্থানে ফেরার পর গ্রামের পরিবর্তন ও মানুষের জীবনের অবস্থা দেখে। অস্থির সমাজে সবাই কঠিন জীবন কাটায়। এই ছোট গল্পের মাধ্যমে তিনি উদাসীন ও নির্যাতনে পরিপূর্ণ সমাজের সমালোচনা করেছেন এবং নতুন সমাজ ও জীবন গঠনের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।
এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
故乡/家乡 gù xiāng/jiā xiāng জন্মস্থান回到故乡 huí dào gù xiāng জন্মস্থানেফেরা离开故乡 lí kāi gù xiāng জন্মস্থানছেড়েযাওয়া
探望 tàn wàng (প্রবীণ/রোগীকে)দেখতেযাওয়া探望老师tàn wàng lǎo shīশিক্ষককেদেখতেযায়探望病人tàn wàng bìng rén রোগীকেদেখতেযায়探望亲朋好友 tàn wàng qīn péng hǎo yǒu বন্ধুবান্ধবওআত্মীয়স্বজনকেদেখতেযায়
疏远 shū yuǎn ঘনিষ্ঠনা/শিখিলহওয়া疏远的关系 shū yuǎn de guān xi বিচ্ছিন্ন/আলাদাসম্পর্কে我们的关系渐渐疏远了 wǒ mén de guān xi jiàn jiàn shū yuǎn le আমাদেরসম্পর্কধীরেধীরেশিখিলহয়েছে।
谋生 móu shēng জীবিকানির্বাহকরা谋生的方式móu shēng de fāng shìজীবিকানির্বাহকরারউপায়谋生的工具móu shēng de gōng jùজীবিকানির্বাহকরারযন্ত্রপাতি为了谋生他离开了家乡wèi le móu shēng tā lí kāi le jiā xiāng জীবিকানির্বাহকরারজন্যসেজন্মস্থানথেকেচলেগেছে।