বাংলা

সহজ চীনা ভাষা: বসন্ত-China Radio International

cri2021-03-08 10:30:29

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘বসন্ত’,এরচীনাভাষাহল‘春’।প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলচীনেরবিখ্যাতআধুনিকসাহিত্যিকওপণ্ডিতচুচিছিংলিখিতএকটিগদ্য।গতশতাব্দীরশুরুতেতিনিচীনেরপ্রথমকবিতারপত্রিকাপ্রকাশকরেছিলেনএবংচীনাসাহিত্যসংস্কারেঅনেকঅবদানরেখেছিলেন।তারগদ্য‘নতুনচীনাগদ্যেরদৃষ্টান্ত’তৈরিকরে।চীনাসাহিত্যেরউন্নয়নেরপাশাপাশিতিনিপ্রাচীনচীনাসাহিত্যগবেষণায়অনেককাজকরেছেন।চুচিছিংইউরোপেরবিভিন্নদেশেভ্রমণকরেনওপড়াশোনাকরেন।দেশেফিরেতিনিঅনেকভ্রমণকাহিনীরচনাকরেনএবংচীনাসাহিত্যউন্নয়নেনতুনশক্তিযোগকরেন।

চু চি ছিং তার লেখার মধ্যে আগের চাকচিক্যময় ভাষা (meretricious) ভাষার ব্যবহার বাদ দিয়ে সহজ, সরল ও আন্তরিক ভাষা ব্যবহারের ধারা শুরু করেন। আজকের পাঠ তার একটি বিখ্যাত গদ্য। এতে তিনি বসন্তকালের সুন্দর দৃশ্য বর্ণনা করার মাধ্যমে সব উজ্জ্বল, উষ্ণ, নতুন জিনিসের প্রতি ভালোবাসা এবং মুক্ত ও প্রাণবন্ত সমাজের প্রত্যাশা করেছেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

春天 chūn tiān বসন্তকাল春节chūn jiéবসন্তউত্সব春游 chūn yóu বসন্তেভ্রাণ/বসন্তকালেপ্রাকৃতিকদৃশ্যউপভোগেরজন্যভ্রমণকরা

盼望 pàn wàng প্রত্যাশাকরা

盼望回家pàn wàng huí jiāবাসায়ফেরারপ্রত্যাশাকরা

盼望放假 pàn wàng fàng jiàছুটিপ্রত্যাশাকরা

孩子们盼望春天的到来 hái zǐ mén pàn wàng chūn tiān de dào lái শিশুরাবসন্তকালপ্রত্যাশাকরে

气味 qì wèi গন্ধ/ঘ্রাণ食物的气味 shí wù de qì wèi খাবারেরগন্ধ香味 xiāng wèi সুগন্ধ花香 huā xiāng ফুলেরসুগন্ধ臭味chòu wèi দুর্গন্ধ

崭新的 zhǎn xīn de একদমনতুন

崭新的衣服zhǎn xīn de yīfúনতুনপোশাক

崭新的书 zhǎn xīn de shūসম্পূর্ণনতুনবই

新年是一个崭新的开始 xīn nián shì yí gè zhǎn xīn de kāi shǐনববর্ষএকটিনতুনশুরু।

Close
Messenger Pinterest LinkedIn