সহজ চীনা ভাষা: মন্ট ব্ল্যাংক আরোহণ করে-China Radio International
বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনামমন্টব্ল্যাংক(Mont Blanc)আরোহণকরা।এরচীনাভাষাহল‘登勃朗峰’।প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলোযুক্তরাষ্ট্রেরবিখ্যাতলেখকমার্কটোয়েনেররচিতএকটিপ্রবন্ধ।জীবদ্দশায়তিনিছোটগল্প,নাটকসহবিভিন্নধরনেরপ্রবন্ধলিখেছেন।তাঁকেযুক্তরাষ্ট্রের Critical Realistic Literatureরপ্রতিষ্ঠাতাহিসেবেবিবেচনাকরাহয়।তাররচনায়খুবহাস্যকরভাষায়তত্কালীনকপটরাজনীতি,সমাজেরঅযৌক্তিকবিষয়ওমানুষেরচরিত্রেরকদর্যতারসমালোচনাকরাহয়েছেএবংসাধারণমানুষেরজীবনকেগুরুত্বদেওয়াওন্যায়-বিচারপ্রচারেরমনোভাবপ্রকাশকরাহয়েছে।তারজটিলবাস্তবসম্মতসাহিত্যগুলোবিশ্বসাহিত্যউন্নয়নেবড়প্রভাবফেলেছে।
মার্ক টোয়েন ছিলেন ভ্রমণপিয়াসু লেখক। তিনি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার নানা দেশ ভ্রমণ করেছেন। সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতার জন্য মার্ক টোয়েনের ভ্রমণকাহিনীও অনেক উন্নত। আজকের এই পাঠ হল তার অন্যতম ভ্রমণকাহিনী। এতে বন্ধুকে নিয়ে মার্ক টোয়েনের ইউরোপের সবচেয়ে উঁচু পাহার মন্ট ব্ল্যাংক আরোহণ করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এতে তিনি কল্পনাশক্তি দিয়ে মন্ট ব্ল্যাংকের সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন এবং পাহারে আরোহণের পথে স্থানীয় মানুষ ও তাদের রীতিনীতি তুলে ধরেছেন। পাঠটি পড়ে মন্ট ব্ল্যাংক এবং মার্ক টোয়েনের লেখার মাধ্যমে তার আকর্ষণীয় দৃশ্য অনুভব করা যায়।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
登山 dēng shān পাহাড়েওঠা/পাহারেআরোহণকরা山峰 shān fēng পাহারেরশিখর山脚 shān jiǎo পাহাড়পাদদেশ
沿路 yán lùরাস্তাবরাবর/রাস্তারদু’পাশ沿路的风景 yán lù de jǐng রাস্তাবরাবরেরদৃশ্য你沿路看到了什么?nǐyán lù kàn dào le shěn me?রাস্তারদু’পাশেতুমিকিকিদেখেছো?
出发 chū fāরওনাকরা出发时间chū fā shí jiān রওনারসময়我们是什么时候出发?
আমরা কখন রওনা দেবো? wǒ mén shěn me shí hou chū fā?
到达 dào dáপৌঁছানো
到达机场dào dá jī chǎng বিমানবন্দরেপৌঁছানো
到达山脚 dào dá shān jiǎo পাহাড়েরপাদদেশেপৌঁছানো到达目的地 dào dámù dì dìগন্তবস্থলেপৌঁছানো