বাংলা

সহজ চীনা ভাষা: ‘সময়ের পদচিহ্ন’-China Radio International

cri2020-12-14 17:23:23

বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এটি চীনের লেখক থাও শি লোংয়ের রচিত একটি জনপ্রিয় বিজ্ঞান-ভিত্তিক প্রবন্ধ। থাও শি লোং ১৯৪৯ সাল থেকে বিজ্ঞান-ভিত্তিক প্রবন্ধ রচনা শুরু করেন এবং পরে প্রাকৃতিক বিজ্ঞান ও চীনা সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে গবেষণা করেন। তার লেখা বেশিরভাগ প্রবন্ধ ভূতত্ত্ববিদ্যার সঙ্গে জড়িত। থাও শি লোং ‘শ্রেষ্ঠ জনপ্রিয় বিজ্ঞান লেখকের’ খ্যাতিও অর্জন করেন।

এই পাঠে লেখক সময়ের দৃষ্টিকোণ থেকে ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে কথা বলেছেন। সময় স্পর্শ করা, দেখা বা শোনা যায় না। তবে, এই পাঠে লেখক বলেছেন, সময় দেখা না গেলেও সময় পৃথিবীতে ‘পদচিহ্ন’ রেখে যায়; যেমন শিলাখণ্ডে। একটি শিলা তৈরি হতে দীর্ঘ সময় লাগে, আর সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে, শিলার বুকে সেসব চিহ্ন রয়ে যায়। অনেক বছর পর শিলায় চিহ্ন দেখে মানুষ জানতে পারে- কত সময় পার হয়েছে এবং এ থেকে অনুমান করা যায়, এ সময় পৃথিবীতে কী কী পরিবর্তন ঘটেছে। শিলা যেন সময় ও পৃথিবীর রেকর্ডার, আমাদের পৃথিবীর ইতিহাস জানায়! ভূতত্ত্ববিদ্যার আকর্ষণীয় এ দিকটি লেখক এই পাঠে তুলে ধরেছেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

地质dì zhìভূতত্ত্ব地质学 dì zhì xuéভূতত্ত্ববিদ্যা

脚印 jiǎo yìn পায়েরছাপবাপদচিহ্ন动物的脚印 dòng wù de jiǎo yìn পশুরপায়েরছাপ留下脚印 liú xià jiǎo yìn পায়েরছাপরেখেযাওয়া

留下liú xiàরাখেযাওয়া留下难忘的回忆 liú xià nán wàng de huí yìস্মরণীয়স্মৃতিরেখেগেছে

记录 jì lùরেকর্ড/রেকর্ডকরা创造新的记录 chuàng zào xīn de jì lùনতুনরেকর্ডসৃষ্টিকরা这本书里没有关于他的记录 zhè běn shū lǐ méi yǒu guān yú tā de jì lùসেসম্পর্কেবইটিতেকোনোরেকর্ডনেই।

记录历史 jì lù lì shǐইতিহাসরেকর্ডকরা记录考试成绩 jì lù kǎo shìchéng jìপরীক্ষারফলরেকর্ডকরা

Close
Messenger Pinterest LinkedIn