সহজ চীনা ভাষা: লণ্ঠন-China Radio International
বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল- চীনের বিখ্যাত প্রবন্ধলেখক ও শিক্ষাবিদ উ পো সিয়াওয়ের একটি রচনা। গোটা জীবনে তিনি দুই শতাধিক গদ্য লিখেছেন। তাঁর লেখাগুলো আধুনিক চীনা সাহিত্য মহলে গভীর প্রভাব ফেলেছে। গদ্য রচনার পাশাপাশি চীনের শিক্ষা উন্নয়নেও তিনি অনেক অবদান রেখেছেন। উ পো সিয়াও’র গদ্যগুলোতে ইতিবাচক মনোভাব ও জীবন সম্পর্কে ইতিবাচক ধারণার জন্য ব্যাপক পরিচিত। তিনি সাধারণ জীবনের ছোটখাটো বিষয়ের মাধ্যমে গভীর অর্থ, আবেগ, বাস্তব সমস্যা ও জীবনদর্শন প্রতিফলিত করেছেন। এই পাঠে লেখক নিজের জীবনে লণ্ঠন-সংক্রান্ত সাধারণ কিন্তু স্মরণীয় ব্যাপারগুলো লিখেছেন। এতে লেখকের শৈশবের অভিজ্ঞতা, জন্মস্থানের রীতিনীতি, শিশুর কল্পনা ও প্রাণশক্তি, ইতিহাস সম্পর্কে চিন্তাভাবনা এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা প্রতিফলিত হয়েছে। লণ্ঠন শুধু তাঁর স্মরণীয় স্মৃতিই নয়, বরং দেশ-জাতির সংস্কৃতি ও ইতিহাসের স্বাক্ষর বহন করে।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
灯 dēng লাইট/বাতি灯笼 dēng lóng লণ্ঠন开灯 kāi dēng বাতিজ্বালানো
点燃diǎn rán জ্বালানো点火diǎn huǒআগুনজ্বালানো点蜡烛diǎn là zhúমোমবাতিজ্বলানো点燃烟花diǎn rán yān huāআতশবাজিজ্বালানো
照亮 zhào liàng আলোকিতকরা照亮黑暗 zhào liàng hēi àn অন্ধকারআলোকিতকরা照亮道路 zhào liàng dào lùরাস্তাআলোকিতকরা
悬挂/挂 xuán guà/ guàঝোলানো挂灯笼guà dēng lóng লণ্ঠনঝোলানো挂衣服guà yī fúকাপড়ঝোলানো