বাংলা

সি’আন শহরে ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লাস্টার

CMG2022-04-21 14:11:34

চীনের সি’আন শহরের ল্যান্ডমার্ক অর্থাত্ দাইয়েন প্যাগোডার অদূরে অবস্থিত চলচ্চিত্র ও টিভি নাটক প্রেমীদের স্বর্গ। বিংশ শতাব্দীর দৃশ্য সেটিং ওয়ার্কশপটি শক্তিশালী সিকামোর গাছের পাশে অবস্থিত। লাল ইটের দেয়ালে পুরানো সিনেমার বিশাল পোস্টার পোস্ট করা হয়েছে। প্রজেক্টর, ফিল্ম ও লেন্স দিয়ে গঠিত বড় আকারের ভাস্কর্যগুলি অস্তগামী সূর্যের আলোতে আরও বেশি আকর্ষণীয় দেখায়।

এখানে ১০ হেক্টর আয়তনের সি’আন ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লাস্টার রয়েছে। আগে এর নাম ছিলো সি’আন ফিল্ম স্টুডিও। গণপ্রজাতন্ত্রি চীন প্রতিষ্ঠার পর উত্তর পশ্চিম চীনের প্রথম মুভি স্টুডিও এটি।

আজকাল এই জায়গাটি সি’আন ফিল্ম আর্ট আর্কাইভ, ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিয়াম, সি’আন ফিল্ম মিউজিয়াম, দ্য অ্যাভিনিউ অফ স্টারস এবং একটি বাণিজ্যিক কমপ্লেক্স নিয়ে গঠিত। এটি একটি ‘ওপেন-এয়ার ফিল্ম জাদুঘর হয়ে উঠেছে, যা ফিল্ম ও টেলিভিশন প্রদর্শন এবং বিনোদনের ভূমিকা পালন করে থাকে।

বিপরীতমুখী পোস্টারের সামনে ছবি তোলা এবং একটি মুভি-থিমযুক্ত ক্যাফেতে এক মগ কফি পান করা... অনেক বেশি তরুণকে এখানে আকর্ষণ করে। নিজে প্রদর্শনী দেখা বা সাপ্তাহিক ছুটিতে বাচ্চাদের বিনোদনের জন্য নিয়ে আসা, যাই হোক-না-কেন, এই জায়গা সি’আন শহরবাসীদের বিনোদন করা এবং বিশ্রাম নেওয়ার ভালো জায়গা হয়ে উঠেছে।

সি’আন ফিল্ম স্টুডিও ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। উত্তর পশ্চিম চীনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র ব্যক্তিরা নির্মাণকাজ করতেন ও রচনা করতেন। তারা এখানে চলচ্চিত্র তৈরির সম্পূর্ণ স্থাপনা এবং সৃষ্টির ব্যবস্থা করেছেন।

বিংশ শতাব্দীর ৮০ বা ৯০ দশকে সি’আন ফিল্ম স্টুডিওয়ের কর্মীরা পাহাড়, উপত্যকা এবং বন রচনার পটভূমি হিসেবে পশ্চিম চীনের চলচ্চিত্রের শৈল্পিক ধারা সৃষ্টি করেছেন। সি’আন ফিল্ম স্টুডিওকে চীনের পঞ্চম প্রজন্মের চলচ্চিত্র পরিচালকের শৈল্পিক দোলনা বলে গণ্য করা হয়।

২০০৯ সালে সি’আন ফিল্ম স্টুডিও পশ্চিমাঞ্চলের চলচ্চিত্র গ্রুপে রূপান্তর করা হয় এবং ২০১৬ সালে সেখানে মেরামত ও নতুন করে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের অগাস্ট মাসে এই জায়গা আবার চালু করা হয়। বিংশ শতাব্দীর পুরানো দৃশ্যপট তৈরি করা ছাড়াও, নতুন করে কফি হাউস ও রেস্তোরাঁসহ বিনোদনমূলক জায়গা তৈরি হয়েছে। বিনিয়োগ, রচনা, শুটিং এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ চলচ্চিত্র ও টেলিভিশন-সংক্রান্ত শিল্প চেইন এখানে ক্রমাগতভাবে সম্পূর্ণ হয়ে উঠেছে।

সি’আন ফিল্ম আর্ট আর্কাইভে প্রবেশ করলে হলুদ রঙের পুরানো পাণ্ডুলিপি, স্ক্রিপ্ট ও স্থিরচিত্রের স্তুপ দেখা যায়। সি’আন ফিল্ম স্টুডিওর উদ্যোগে তৈরি ৩০৩টি চলচ্চিত্রের লিখিত তথ্য এখানে সংরক্ষিত আছে।

সি’আন ফিল্ম মিউজিয়ামে শুটিং করার জন্য ৩০টিরও বেশি ক্লাসিকাল গাড়ি এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা তিন শতাধিক প্রজেক্টর এবং ২০ হাজারেরও বেশি ফিল্ম রোল দর্শকদের চলচ্চিত্র জগতে নিয়ে আসে।

ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিয়ামের প্রসেসিং ওয়ার্কশপে একটি সম্পূর্ণ ফিল্ম প্রসেসিং প্রোডাকশন লাইন আছে। মূল্যবান ফিল্ম ইমেজগুলোকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করার জন্য ওয়ার্কশপ ২০০৭ সালে হাই-ডেফিনিশন ইমেজ পুনরুদ্ধারের কাজ শুরু করে।

ম্প্রতিক বছরগুলোতে সি’আন ফিল্ম স্টুডিওয়ের নতুন প্রজন্মের কর্মীরা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রথম লাইনে পরিশ্রম করে থাকেন। বালি নিয়ন্ত্রণ এবং গ্রামের পুনর্জাগরণসহ বিভিন্ন বিষয়ের বাস্তব থিমযুক্ত একদল শিল্পকর্ম অব্যাহতভাবে দর্শকদের মন জয় করে আসছে। ৪০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন সংস্থা যথাক্রমে এখানে আসে। এসব সংস্থা ফিল্ম প্ল্যানিং, স্ক্রিপ্ট তৈরি, ফিল্ম ও টেলিভিশন বিনিয়োগ এবং পোস্ট-প্রোডাকশন ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পর্কিত।

লিলি/তৌহিদ/শুয়ে

Close
Messenger Pinterest LinkedIn