থাই ইউয়ান-এর চমক: জিন মন্দির
CMG2024-08-04 19:49:26
শানসি প্রদেশের থাই ইউয়ান শহরে অবস্থিত জিনচি। জিনচি হল চীনের প্রাচীনতম রাজকীয় বলিদান বাগান এবং জিন রাজ্যের পূর্বপুরুষের উপাসনা প্রাসাদ। এটি প্রাচীন চীনা স্থাপত্য শিল্পের দুর্দান্ত বাহক। এর মধ্যে প্রবীণদের ঝর্ণা, রাজপ্রাসাদের নারীর মূর্তি এবং চৌ রাজবংশের পাইন গাছ "জিন মন্দিরের তিন আশ্চর্য" নামে পরিচিত। এর মধ্যে বর্ণিল ভাস্কর্য, দেয়ালচিত্র ও স্মৃতিস্তম্ভ জাতীয় সম্পদ। জিনচি মন্দিরটি জিন রাজবংশের ঐতিহাসিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত বাহক। তার ইতিহাস পশ্চিম চৌ রাজবংশ থেকে শুরু হয়ে প্রায় ২০০০ বছর জুড়ে রয়েছে।